Tuesday, November 25, 2025

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

Date:

Share post:

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় দলের জার্সিতে যে এই সংস্থার লোগো আর দেখা যাবে না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সোমবার সরকারিভাবে ঘোষণা করলেন বিসিসিআই(bcci) সচিব। এমনকি অতীত থেকে বর্তমান যেভাবে স্পনসর নিয়ে ভুগতে হয়েছে বিসিসিআইকে তা থেকে শিক্ষাও নিচ্ছেন বোর্ড কর্তারা।

সংবাদ সংস্থাকে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া(devjit saikia) বলেন, “অনলাইন গেমিং বিলের পর বিসিসিআই ড্রিম ১১ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই(bcci) ভবিষ্যতে এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি করবে না।” এখানেই থেমে না থেকে বোর্ড সচিব আরও বলেন, “যেহেতু বিলটি আইনে পরিণত হয়েছে, সেহেতু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআইয়ের পক্ষে ড্রিম ইলেভেনের সঙ্গে পথচলা সত্যিই কঠিন হবে। সঙ্গত কারণেই এই সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। বিসিসিআই আগামীদিনের কথা মাথায় রেখেই নতুন স্পনসরের কথা ভেবে নেবে।“

কারা হবে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর?( sponsorship) একাধিক সংস্থার নামই শোনা যাচ্ছে। রিলায়েন্স এবং আদানি গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে। কিন্ত স্পনসর বাছাইয়ের ক্ষেত্রে এবার কিছুটা সাবধানী নীতি চাইছে বিসিসিআই। এই ধরনের অন লাইন গেমিং সংস্থার থেকে টাকা নিয়ে তাদের স্পনসর করতে নারাজ বোর্ড কর্তারা।

বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এই বিষয়ে জানিয়েছেন, “আমরা এখনও কিছু ঠিক করিনি। ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আমাদের এখন কোনও স্পনসর নেই। আমাদের হাতে এখনও ১৫-২০ দিন আছে। আশা করি, কিছু একটা বিকল্প পাওয়া যাবে।”

ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ‘ড্রিম ইলেভেন’, যারা ২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর! চুক্তি অনুযায়ী বিসিসিআইয়ের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল সংস্থাটির। গত বুধবার ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫'(Promotion and Regulation of Online Gaming Bill, 2025) পাশ করেছে কেন্দ্রীয় সরকার।এরফলে দেশে অন লাইন গেমিং অ্যাপগুলো নিষিদ্ধ হয়েছে ভারতে।
ড্রিম ইলেভেন এবং মাই ইলেভেন সার্কেল যৌথ ভাবে ভারতীয় ক্রিকেট টিম এবং আইপিএল(IPL) টাইটেল স্পনসরশিপ হিসেবে ১০০০০০০০০০০ টাকা দিত ভারতীয় ক্রিকেট বোর্ডকে। টিম ইন্ডিয়ার টাইটেল স্পনসর হিসেবে ২০২৩-২০২৬ চক্রের জন্য ৩৫৮ কোটি টাকা মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
ইতিমধ্যেই নতুন স্পনসর পাওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে বিসিসিআই। তবে ৯ সেপ্টেম্বরের আগে স্পনসর না পেলে গোটা এশিয়া কাপেই স্পনসরের লোগো ছাড়া খেলবে ভারত।

spot_img

Related articles

হেরিটেজ সংরক্ষণে গতি: রাজ্যের প্রকল্পে ২৭টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ

রাজ্যের ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি...

গ্রুপ পর্বেই ভারত-পাক, কোন কোন মাঠে খেলবেন সূর্যরা? জানুন বিস্তারিত

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত  হবে টি২০ বিশ্বকাপ( T20 World Cup 2026)। ভারত ও পাকিস্তান...

বারাসত মেডিক্যালে মৃতের চোখ চুরি! গাড়ি থামিয়ে নালিশ শুনে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মৃতের পরিবারকে প্রতিশ্রুতি

বারাসত মেডিক্যল কলেজের (Barasat Medical College And Hospital) মর্গ থেকে মৃতের (Dead Body) চোখ (Eye) চুরির অভিযোগ। খবর...

নক-আউট সহ টি২০ বিশ্বকাপের একগুচ্ছ ম্যাচ পেল কলকাতা, বড় দায়িত্বে রোহিত

ঢাকে কাঠি পড়ে গেল টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে টি২০ বিশ্বকাপে সূচি...