Friday, August 29, 2025

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

Date:

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রেল পুলিশ কতটা অমানবিক। মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী। এমনই ছবি ধরা পড়ল বরাভূম স্টেশনে। মানুষের চরম বিপদেও পাশে থাকাটা যে মানবিকতার মধ্যে পড়ে সেটাও ভুলে গেলেন বরাভূম স্টেশনে কর্তব্যরত রেল পুলিশ (Rail Police)।

কী হয়েছিল গোটা ঘটনাটি? শান্তা ট্রেনে উঠে প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ করতেন। ট্রেনে করে ফেরার পথে বরাভূম স্টেশনে (Barabhum Station) নেমে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন শান্তা।  কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ওই মহিলার দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকে সেখানেই। জানা গিয়েছে, সেই সময় রেল পুলিশ কোনও রকম সাহায্য করেনি। এমনকী শান্তা কর্মকারের দেহকে হাসপাতালে পাঠানোরও কোনও রকম উদ্যোগ নেয়নি।

শেষে প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তাঁর স্বামীকে সরাতে দেখে স্থানীয় মানুষজন হস্তক্ষেপ করেন। বরাভূম স্টেশনে কর্তব্যরত রেল পুলিশ। শেষে স্ত্রী-র দেহ নিজের কাঁধে সরাতে হয়েছিল শান্তার স্বামী মনোজকে। দেহ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করেন তিনি। এই ঘটনা দেখে তাঁকে আটকান স্থানীয়রা। তাঁরা সাহায্য করেন। কেন জিআরপি বা রেলের কর্মীদের তরফে দেহটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

রেল অবশ্য নিজের মতো করেই সাফাই দিয়েছে এই ঘটনার। রেলের আদ্রা ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন,  প্ল্যাটফর্মে দেহ পড়ে রয়েছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিকিউরিটি কন্ট্রোলে খবর দেওয়া হয়েছিল। এর মাধ্যমেই খবর যায় পুরুলিয়া জিআরপিতে। দেহ সরানোর কাজ জিআরপির। এ ক্ষেত্রে রেলের কিছু করার ছিল না। কিন্তু রেল পুলিশের এমন কাণ্ড খুবই হতাশাজনক এবং নিন্দনীয়। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version