দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। এরপর আর ভারতীয় দলে সুযোগ পাননি মনোজ(Manoj Tiwary) তিওয়ারি। কেনো পাননি সুযোগ, এই প্রশ্নেই মনোজের(Manoj Tiwary) নিশানায় এবার ধোনি(MS Dhoni)। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের সাফ কথা, তিনি হয়ত ধোনির পছন্দের তালিকায় নেই, আর সেই কারণেই নাকি তিনি সুযোগ পাননি। ধোনির পছন্দের তালিকায় থাকা ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন।

২০১১ সালে ওয়েস্টইন্ডিজ এর বিরুদ্ধে শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই দল থেকে বাদ পড়েছিলেন। এর পর ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের প্রধান কারিগর ছিলেন তিনি। তবে এমন পারফরম্যান্সের পরও দল থেকে বাদ পড়েছিলেন। মনোজের একটাই কথা, তিনি ধোনির পছন্দের তালিকায় ছিলেন না।

এক সংবাদ সংস্থায় মনোজ তিওয়ারি জানিয়েছেন, “আমি ভালো পারফরমেন্স করেছিলাম। সেঞ্চুরি করার পরও অবশ্য বাদ পড়েছিলাম। আমার মনে হয় হয়তো আমি ধোনির পছন্দের তালিকায় ছিলাম না। আগেও বলেছি, আবার এখনো বলছি যদি ধোনির সঙ্গে আমার দেখা হয় তখন জিজ্ঞাসা করব কেনো আমায় তিনি বাদ দিয়েছিলেন”।

আপাতত জাতীয় ক্রিকেটের থেকে দূরে রয়েছেন মনোজ। কিন্তু আক্ষেপটা যে এখনো কাটেনি টা বলাই যায়।

–

–

–

–

–

–

–