নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি ও আদালতে মামলা দায়ের নিয়ে অবস্থান স্পষ্ট করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। স্পষ্ট জানিয়ে দেওয়া হল ২০২২ প্রাথমিক টেট-এর কোনও তথ্য ফাঁস হয়নি।
২০২২ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ফলাফল প্রকাশিত হয় ২০২৩ সালে। ওয়েবসাইটে কিউ আর কোড (QR code) স্ক্যান করে সেই পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখতে পাওয়া যায়। সেই কিউ আর কোড জালিয়াতি করে উত্তীর্ণদের তালিকা থার্ড পার্টি ওয়েবসাইটে আপলোড করে এক জালিয়াত। মেদিনীপুর থেকে সেই তথ্য আপলোডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক
তবে থার্ড পার্টি ওয়েবসাইটে কখনই প্রাথমিক টেট-এর (Primary TET) সম্পূর্ণ তথ্য ফাঁস হয়নি, দাবি পর্ষদের (Primary Education Board)। কারণ সেটা সম্ভব নয়। উত্তীর্ণদের তালিকা ছাড়া আর কিছু প্রকাশ করা সম্ভব নয়। এরপরই পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় কোনও তথ্য ফাঁস হয়নি। অনুত্তীর্ণদের তালিকা কোথাও প্রকাশিত হয়নি। পর্ষদের এই ব্যাখ্যার পর সন্তোষ প্রকাশ করেছে অভিযোগ তোলা টেট উত্তীর্ণ শিক্ষকরাও।
–
–
–
–
–
–