তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে নির্ধারিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে চিঠি দিয়ে পরীক্ষার দিন পরিবর্তনের আর্জি জানান তাঁরা। একই আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রীর কাছেও।
অধ্যক্ষ পরিষদের বক্তব্য, ওইদিন সকাল থেকে হাজার হাজার ছাত্রছাত্রী শহরে মিছিল করে প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যোগ দেবেন। ফলে যানজটে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো দুষ্কর হয়ে উঠতে পারে। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বলেন, ২৮ অগাস্টের পরীক্ষাটি অনায়াসে পিছিয়ে দেওয়া যেত। এখনও সময় রয়েছে, পরীক্ষা পিছনো সম্ভব। সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের অবস্থানেই অনড়। উপাচার্য জানিয়ে দিয়েছেন, ২৮ অগাস্টই পরীক্ষা হবে। এই সিদ্ধান্ত ঘিরেই ক্ষোভ উগরে দিয়েছে টিএমসিপি। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে প্রতিবাদ সভা করে তারা।
প্রতিবাদ সভায় টিএমসিপি’র সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী অভিযোগ করেন, আমাদের কর্মসূচি বানচাল করতে রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওইদিন পরীক্ষা ফেলেছে। যতই বাধা আসুক, কয়েক হাজার পড়ুয়া ২৮ অগাস্টের সমাবেশে যোগ দেবেন। অন্য ছাত্রনেতারাও সভায় একই সুরে ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, প্রতিষ্ঠা দিবস ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রস্তুতি সভা শুরু করেছে টিএমসিপি। জেলার বহু পড়ুয়া কলকাতায় সমাবেশে যোগ দিতে আসার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রের খবর। পরীক্ষা ও প্রতিষ্ঠা দিবসকে ঘিরে টানাপোড়েন চলতেই থাকল কলকাতা বিশ্ববিদ্যালয় ও শাসকদল-সমর্থিত ছাত্র সংগঠনের মধ্যে।
আরও পড়ুন – চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক
_
_
_
_