Thursday, August 28, 2025

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপের, খুলল কন্ট্রোল রুম

Date:

Share post:

পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত সজাগ থাকে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনে ছুটি না নিয়েই কাজ করেন দফতরের কর্মীরা। এবছর শারদোৎসব উপলক্ষ্যে বুধবার থেকেই চালু হয়েছে গেল বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম। চলবে জগদ্ধাত্রীপুজো পর্যন্ত। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। প্রথমে পুজোর সময় বিদ্যুৎ (Electricity) পরিষেবা নিয়ে বৈঠক। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার শীর্ষ আধিকারিকরা। ছিলেন ইসিএসসি-এর প্রতিনিধিও। বিদ্যুৎমন্ত্রীর পরামর্শ, বিদ্যুৎ দফতর থেকে চাহিদা অনুযায়ী সঠিক সংযোগ নিতে হবে উদ্যোক্তাদের।

এদিন, সাংবাদিক বৈঠকে অরূপ বলেন, পুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য চালু করা হল কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই খোলা থাকবে। বিদ্যুৎমন্ত্রী বলেন, দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোতে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে চায় রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। সেই কারণে, বুধবার থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে ২৪ ঘণ্টার পুজো কন্ট্রোল রুম। উৎসবের সময়ে বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিকদের ছুটি থাকছে না। মোট ৭৩৪১৪ জন কর্মী পুজোর সময় পরিষেবা দেওয়ার কাজে যুক্ত থাকবেন।

এর পরেই বিদ্যুৎমন্ত্রীর পরামর্শ, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ (Electricity) সংযোগ নিন পুজো উদ্যোক্তরা। অনেক সময়ই দেখা যায়, প্রয়োজনরে তুলনায় কম ইউনিট নেন তাঁরা। ফলে বিদ্যুতের তার ও যন্ত্রাংশের উপর চাপ পড়ে আগুন লেগে যায়। এলাকায় আঁধার নেমে আসে। এর থেকেযত পরিমাণ দরকার,তত পরিমাণই ইউনিট নেওয়ার পরামর্শ দিয়েছেন অরূপ। একই সঙ্গে ছেঁড়া ও খোলা তার যেন ব্যবহার না করা হয়। মণ্ডপের ভিতর মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বিদ্যুৎ দফতরের পুজো কন্ট্রোল রুমের ফোন নম্বর
৮৯০০৭৯৩৫০৩
৮৯০০৭৯৩৫০৪
টোল-ফ্রি নম্বর ১৯১২১
CESC অধীনস্থ এলাকায় পর্যবেক্ষণের ফোন নম্বর
৯৮৩১০৭৯৬৬৬
৯৮৩১০৮৩৭০০
CESC-এর টোল ফ্রি নম্বর ১৯১২

  • বিদ্যুতের তারের ঠিক নীচে কোনও স্থানে প্যান্ডেল করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে, যাতে কোনও প্রকার বিপদ না ঘটে।
  • IS মানের তার/ কেবল ব্যবহার করার এবং কোনও প্রকার খোলা/ লিকেজ তার (wire) যাতে ব্যবহার না করা হয় অথবা সংযোগ-স্থল (joint) খোলা না থাকে সেদিকে যেন নজর রাখার আবেদন করা হয়েছে।
  • মণ্ডপের লোক সমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটি ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।
  • প্রয়োজন বিশেষে, পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার আধিকারিক ও কর্মীরা যাতে সহজেই মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটিতে প্রবেশ করতে পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...