ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপও(World cup) জিতিয়েছেন। মাঠের লড়াই শেষ করে এবার জীবন যুদ্ধে লড়ছেন মাইকেল ক্লার্ক(Michael Clarke)। প্রতিপক্ষ কোনও বোলার নন, কর্কট রোগ অর্থ্যাৎ ক্যানসার( cancer)।

ত্বকের ক্যানসারে আক্রান্ত(skin cancer) হয়েছেন ক্লার্ক। ২০০৬ সালে ক্লার্কের প্রথম এই রোগ ধরা পড়েছিল। তার পর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে। বুধবার নিজের শরীরের অবস্থার আপডেট দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্লার্ক। হাসপাতালে চেম্বার থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্লাব নিজের বার্তায় লিখেছেন, ‘‘ত্বকের ক্যানসার খুবই জ্বলন্ত একটা সমস্যা। বিশেষ করে অস্ট্রেলিয়াতে। আজ নাক থেকে ত্বকের ক্যানসারের একটা সমস্যা কমানো হল। সবাইকে অনুরোধ, নিজের ত্বকের পরীক্ষা করান। আমার ক্ষেত্রে অনেক সাবধনতা অবলম্বন করতে হয়েছে। নিয়মিত পরীক্ষা করলে সমস্যা ধরা পড়ে।“

২০২৪ সালে ক্লার্কের বুকে অস্ত্রোপচার হয়। এর আগে ২০১৯ সালে ক্লার্কের শরীরে তিনটি নন-মেলানোমা ক্ষত ধরা পড়ে। তখনও তিনি মানুষকে রোদের থেকে সাবধানতা ও ত্বকের যত্ন নেওয়ার বার্তা দিয়েছিলেন।২০২৩ সালে কপাল এবং মুখ থেকে ক্যানসার অপসারণ করা হয়।

সেই সময় ক্লার্ক বার্তা দিয়েছিলেন, “আরও একটা দিন, আরও একবার আমার মুখ থেকে ক্যানসার সরিয়ে দেওয়া হল। যুবসমাজকে বলছি, রোদের থেকে সাবধানে থাকো।’’

২০০৩ থেকে ২০১৫ পর্যন্ত অস্ট্রেলিয়া হয়ে খেলেছেন ক্লার্ক। ২০১৫ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে(ODI) ও ৩৪টি টি২০(T20) ম্যাচ খেলেছেন ক্লার্ক।

আরও পড়ুন: আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ক্রিকেট মাঠে একাধিক উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন সিরিজের একটি ম্যাচে পিঙ্ক টেস্ট হয়। ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০২৩ সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন।অতীতে কর্কট রোগকে হারিয়ে জীবনের মঞ্চে স্বমহিয়া প্রত্যাবর্তন করেছেন একাধিক তারকাই।

View this post on Instagram
–
