Friday, August 29, 2025

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

Date:

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে (Virar) এক বহুতলের একাংশ ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পূর্ব ভিরার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে রামাবাই আবাসনে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত বহুতল আবাসনের একাংশ ভেঙে পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আট জন। আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ১৫-২০ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে ঘটল এমন ভয়াবহ ঘটনা? পুলিশের প্রাথমিক অনুমান বিল্ডিংয়ে গ্যাস সিলিন্ডার (gas cylinder) বিস্ফোরণ হয়েছিল। তাতে ভেঙে পড়ে তিনতলা বিল্ডিংয়ের একাংশ। স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুসারে, মঙ্গলবার গভীর রাতে বাড়িটি ভেঙে পড়ে।

ভেঙে পড়া আবাসনের দু’টি উইং। একটি উইংয়ের চারতলায় মঙ্গলবার রাতে এক বছরের একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল। সেই সময়েই আচমকা আবাসনের ওই উইং ভেঙে পড়ে। ঘটনার পর পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

আরও পড়ুন: জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

আবাসনটি নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয়েছিল না বেআইনি নির্মাণ? জানা গিয়েছে এই আবাসনটি ১০ বছরের পুরানো। আগেই এই আবাসনটি ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল মুম্বই পুরসভা। প্রশ্ন উঠছে ‘বিপজ্জনক’ ঘোষণার পর এতজন বাসিন্দা সেখানে ছিলেন কী করে? কেন পুলিশ প্রশাসন যথাযত ব্যবস্থা নেয়নি?

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version