স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তাঁদের দাবি, ওই ছাত্রী কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে আগুন লাগিয়ে খুন করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে বিহার (Bihar) পুলিশ।

পাটনার গর্দনীবাগ এলাকার আমলা টোলা কন্যা বিদ্য়ালয়ে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়ায়। শৌচাগারে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে জীবন্ত দগ্ধ (burnt alive) অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোক ও স্থানীয়রা। প্রশ্ন তোলা হয়, কীভাবে স্কুলের শৌচাগারে ছাত্রীর গায়ে আগুন লেগে যাওয়ার পরও টের পেল না স্কুল কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাড়িসহ নদীতে ভাঙল সেতু, জম্মুতে ফুঁসছে একের পর এক নদী: মৃত্যুতে শোক অভিষেকের

বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুলে ভাঙচুর চালান। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলে পুলিশকেও মারধর করা হয়। পাটনা (Patna) পুলিশ কমিশনার দীক্ষা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষকে শান্ত করেন। সেই সঙ্গে ছাত্রী নিজে গায়ে আগুন লাগিয়েছিস, না কেউ আগুন লাগিয়ে দিয়েছিল, অথবা অন্য কোনও কারণে আগুন লেগেছিল কি না তা খতিয়ে দেখার আশ্বাস দেন।

–

–

–

–

–

–
