গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও টি২০ (T20) দলে তিনি আর এখন সুযোগ পাননা। এবার আইপিএল(IPL) থেকেও বিদায় নিলেন আর অশ্বিন। গণেশ চতুর্থীর সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন আর অশ্বিন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আইপিএলের অন্যতম সফল বোলারের যাত্রা শেষ হল।

তবে ২২ গজকে পাকাপাকিভাবে বিদায় জানাচ্ছেন না অশ্বিন। তামিল স্পিনারের ভেল্কি দেখা যাবে আগামী দিনেও। আইপিএল থেকে অবসর নিলেও অন্য ধরনের টুর্নামেন্ট খেলবেন বলে জানিয়েছেন। অশ্বিনের কথাতেই ইঙ্গিত, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে চাইছেন।

গণেশ চতুর্থীর দিন সকালে অশ্বিন লেখেন, “আজ একটি বিশেষ দিন, তাই একটি বিশেষ সূচনা। বলা হয়, প্রতিটি শেষের মধ্যে থেকেই একটি নতুন কিছুর সূচনা হয়। আইপিএল (IPL) ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হলো, কিন্তু বিশ্বের বিভিন্ন লিগে খেলার সময় শুরু হলো আজ।”

ভারতের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। আইপিএল থেকেও বিদায় নিয়ে নিলেন । ফলে বিদেশের লিগে খেলতে আর সমস্যা থাকল না তাঁর। সম্প্রতি দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে খেলেছেন। ভবিষ্যতে অশ্বিনকেও বিদেশি লিগগুলিতে দেখা যেতে পারে।

২০০৮ সালে আইপিএলের অভিযান শুরু হয় অশ্বিনের। তাঁর প্রথম দল চেন্নাই সুপার কিংসে(csk)। পরে রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ১১ পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন। আইপিএলে ২২১টি ম্যাচে ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

আরও পড়ুন: নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

আগামী মরশুমে সিএসকে অশ্বিনকে ছেড়ে দিতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছি্ল। একাধিক সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আগামী মরশুমের জন্য দল ঢেলে সাজাচ্ছে সিএসকে, একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে সিএসকে টিম ম্যানেজমেন্ট। সেই তালিকাতেও ছিলেন অশ্বিন। দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গিয়েছিল। আইপিএল থেকে অবসর নেওয়ায় বিদেশের লিগের দরজা খুলে গেল অশ্বিনের জন্য।

–

–

–
