পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত পার্ট টাইম চতুর্থ শ্রেণীর কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন তাঁরা মাসে মাত্র ২ হাজার টাকা করে ভাতা পেতেন। অর্থ দফতরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দিনে সেই অঙ্ক দাঁড়াচ্ছে মাসিক ৫ হাজার টাকা।

অর্থ দফতরের তরফে ২৬ অগাষ্ট একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। স্পষ্ট করে বলা হয়েছে, অগাষ্ট মাসের এক তারিখ থেকেই নতুন ভাতা কার্যকর হবে। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিটি সমস্ত দফতর ও অধীনস্থ সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সরকারি কলেজ, ব্লক অফিস, বিভিন্ন দফতর ও সংস্থায় এক থেকে দু’বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে এই ধরনের পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করা হয়। দৈনন্দিন প্রশাসনিক কাজ নির্বিঘ্ন রাখতে তাঁদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এতদিন নামমাত্র ভাতায় কাজ করলেও, এবার তাঁদের জন্য একধাপ স্বস্তি নিয়ে এল রাজ্য সরকার।

রাজনৈতিক মহলের মতে, পুজোর আগে এই পদক্ষেপ শুধু কর্মীদের আর্থিক স্বস্তি এনে দেবে না, বরং সরকার–কর্মী সম্পর্ক আরও দৃঢ় করবে। একইসঙ্গে সাধারণ কর্মীদের পাশে থাকার বার্তাও স্পষ্ট করল নবান্ন।

আরও পড়ুন – অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

_

_

_

_

_

_