Thursday, August 28, 2025

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

Date:

Share post:

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুজোকমিটি গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করতেই, রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে তড়িঘড়ি কোর্টে ছুটেছিল বিরোধীরা। কিন্তু অশুভ শক্তির অপচেষ্টা রুখে দিয়ে বাংলার সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানি শুরু হতেই বিচারপতি সুজয় পাল (Sujay Paul) এবং বিচারপতি স্মিতা দাস দে-র (Smita Dey) ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সব পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, তারাই অনুদান পাবে। এতে কোনও বাধা নেই।

হাইকোর্টের তরফে এদিন জানানো হয়েছে, এবছরও পুজো কমিটিগুলিকে Utilization Certificate জমা দিতে হবে। যারা গত বছর এই সার্টিফিকেট জমা দেয়নি তারা অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। এদিন রাজ্যের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়, গত বছর কলকাতা পুলিশ (KP) এলাকায় ২ হাজার ৮৭৬ টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। প্রত্যেকে খরচের হিসেব দিয়েছে। জেলা পুলিশের তরফ থেকে ৪১ হাজার ৭৯৯ টি চেক তৈরি ছিল। এদের মধ্যে ৪১ হাজার ৭৯৫ টি পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছে এবং ৪১৭৯২ টি পুজো কমিটি Utilization Certificate দিয়েছে। শিলিগুড়ির ৩ টি পুজো কমিটি কোনও হিসেব জমা করেনি। এরপরই আদালত জানায় যারা নিয়ম মানবে না তাদের অনুদান দেওয়া হবে না। বাকিদের ক্ষেত্রে রাজ্য সরকারের পুজো অনুদানে কোনও সমস্যা নেই। অর্থাৎ ফের একবার মুখ পুড়ল বিরোধীদের। আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই খুশি বাংলার পুজো কমিটির উদ্যোক্তারা। সকলেই বলছেন, বিরোধীরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ উদ্দেশ্য আর মানুষের পাশে থাকার প্রয়াসকে কখনই কালিমালিপ্ত করা যাবে না।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...