চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩ বছর আগে হায়দরাবাদে শিরোপা জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ (viswanathan anand)। কয়েকদিন আগে FIDE একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গোয়াকে আসন্ন দাবা বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপে ২০৬ জন দাবাড়ু নকআউট ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা, ২৭ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

দুদশকেরও বেশি সময়ের পর ভারত ফিডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব ও উৎসাহ প্রকাশ করেছেন।

সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবা বিশ্বকাপ নিয়ে লেখেন, ‘২০২৫ FIDE বিশ্বকাপ আয়োজন করতে পেরে ভারত খুশি। ২০ বছর পর আমাদের হাতে গুরু দায়িত্ব। দাবা তরুণদের মধ্যে জনপ্রিয় হবে। আমি নিশ্চিত এই টুর্নামেন্টে একাধিক উত্তেজক ম্যাচ দেখা যাবে এবং বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে লড়াইও দেখা যাবে।’

ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন ডি গুকেশ, ২০২৩ বিশ্বকাপের রানারআপ রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিশ্বের পাঁচ নম্বর অর্জুন এরিগাইসি। বিশ্বের এক নম্বর তারকা ম্যাগনাস কার্লসেনও এই বছরের শুরুতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ডি গুকেশ, বৈশালী, অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দদের দাপটে বিগত কয়েক বছরে ভারতে দাবার জনপ্রিয়তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এবার বিশ্বকাপের মতো ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হলে তরুণ প্রজম্মের মধ্যে দাবার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন – একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

_

_

_

_

_

_