তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে ধৃত ওই যুবকের নাম শারিজুল শেখ। বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার আমিনাবাদ এলাকায়। হরিয়ানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার তাকে আম্বালা থেকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশ।

মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানান, গত ২৪ অগাষ্ট সাইবার ক্রাইম থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শারিজুল একটি জনপ্রিয় সমাজমাধ্যমে পোস্ট দিয়ে আগামী ১০ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং ২৫ অগাষ্ট আম্বালা থেকে শারিজুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, শারিজুলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসায় যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি নাকি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বোমা বিক্রি করতেন। ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন সমাজমাধ্যম থেকে তার একাধিক পোস্ট উদ্ধার করেছে। সেখানে তাকে আগ্নেয়াস্ত্র ও বোমা সমেত ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। এমনকি তার নানান কথোপকথনও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে শারিজুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে বলেই জানা গিয়েছে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে জেলা নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিশ তার ৭ দিনের হেফাজতের আবেদন জানাবে। পাশাপাশি মুর্শিদাবাদের অন্য থানায় তার বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের

_

_

_

_

_

_