Friday, November 14, 2025

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

Date:

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed Shami)। না সরসরি কাউকে সেই কথা না বললেও, শোনা যাচ্ছে ঘনিষ্ঠমহলে নাকি তেমনটাই জানিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর বৃহস্পতিবারই দলীপ ট্রফি(Duleep Trophy) দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মহম্মদ সামি(Mohammed Shami)। উত্তরাঞ্চলের বিরুদ্ধে নেমেছে পূর্বাঞ্চল।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছিলেন মহম্মদ সামি(Mohammed Shami) নিজেই। সেখানে তাঁর প্রস্তুতির একটা ভিডিও দেখা গিয়েছিল। সেই থেকেই সামির দেশের জার্সিতে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে সামিকে নিয়ে কিন্তু প্রত্যাশার পারদ বেশ চড়তে শুরু করেছে।

মহম্মদ সামি এবারের আইপিএল দিয়ে কামব্যাক করেছিলেন। কিন্তু তারপরও ভারতীয় দলে তাঁর সুযোগ হয়নি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনেকেই মনে করেছিলেন যে সামি নাকি সুযোগ পেতে চলেছেন ভারতীয় দলে। যদিও শেষপর্যন্ত তেমনটা হয়নি। পরে অবশ্য শোনা গিয়েছিল যে সামির সঙ্গে নাকি নির্বাচকরা আলোচনা করেছিলেন। সামি নাকি নিজেই সেই সময় পুরোপুরি সুস্থ হতে না পারার জন্য ভারতীয় দলে যোগ দিতে পারেননি। অবশেষে এই দলীপ ট্রফি দিয়েই মাঠে ফিরেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে নেমেছেন মহম্মদ সামি। যদিও সেখানে শুরুর দিকে উইকেট তুলতে পারেননি তিনি। শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নাকি ভারতীয় দলের ফের ফিরতে চাইছেন মহম্মদ সামি। এরপর ভারতের সামনে আরও বেশ কিছু সিরিজ রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version