Sunday, November 2, 2025

এশিয়া কাপ(Asia Cup)  হকিতে(Hockey) ভারতের জয়ের ধারা  অব্যাহত। রবিবার দ্বিতীয় ম্যাচে জাপানকে(Japan) ৩-২ গোলে হারিয়ে দিল ভারত(India)। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিল ভারতীয় দল। চিনের(China) বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। জাপানের বিরুদ্ধে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে ভারত। শুরুতেই লিড নেয় ভারত। সুখজিৎ সিংহ বক্সে ঢুকে বল দেন মনদীপকে(Mandeep)। জাপানের কয়েক জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন মনদীপ। ঠিক পরের মিনিটেই ফের গোল। পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তবে তারপর আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত।

তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটের মাথায় প্রথম বার ভারতীয় রক্ষণকে চাপে ফেলল জাপান।  গোল করে ব্যবধান কমালেন কোসেই কাওয়াবে। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত।৪৫ মিনিটে ব্যবধান বাড়ালেন সেই হরমনপ্রীত সিং।

সেই সঙ্গে একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতীয় হকি দলের অধিনায়ক।  পেনাল্টি কর্নার থেকে এগিয়ে আসা একটি বলকে কাজে লাগিয়ে তিনি ৩-১ গোলে ব্য়বধান বাড়িয়ে দিলেন। এরপর আশা করা হয়েছিল চতুর্থ কোয়ার্টারে হয়ত কোনও দলই আর গোল করতে পারবে না, কিন্তু জাপান ফের গোল করে।  ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি গোলের ব্যবধানও কমান জাপানের কাওয়াবে।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল এ-র শীর্ষে ভারত। এই গ্রুপে ভারতের শেষ ম্যাচ কাজাখস্থানের বিরুদ্ধে।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version