Sunday, November 2, 2025

সাত সকালে যুবকের দেহ উদ্ধার, হরিদেবপুরের মাছের বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য

Date:

সাত সকালে খাস কলকাতায় যুবকের দেহ(Y outh Dead Body) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের( Haridevpur) কবরডাঙা মাছের বাজার অঞ্চলের ঘটনা।

সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মাছ ব্যবসায়ীরা কবরডাঙা বাজারে আসেন। তাঁরা দেখেন এক যুবক রক্তাত্ব অবস্থায় পড়ে আছেন। যুবকের দেহের চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে যুবকের দেহ উদ্ধার করে।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিচয় জানতে মৃতের ছবি পাঠিয়ে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করছে হরিদেবপুর থানার( Haridevpur PS) পুলিশ। ঘটনার যৌথ ভাবে তদন্ত শুরু করছে হরিদেবপুর থানা ও লালবাজার( Lal Bazar) হোমিসাইড শাখা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে যুবককে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে। যুবকটিকে মাছের বাজারের মধ্যেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তকারীরা আপাতত মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন। তাঁর সঙ্গে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।

এই ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোয় এভাবে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের এলাকায় পর্যাপ্ত আলো থাকে না, বাজার লাগোয়া অঞ্চলে নেশাগ্রস্তরা আসেন এমন অনেক অসাধু কারবার হয়। পুলিশের নিরাপত্তা পর্যাপ্ত নয় বলেই স্থানীয়দের অভিযোগ।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version