Sunday, November 2, 2025

ব্যর্থ খালিদের বিশেষ ছক, ইরানের কাছে ০-৩ গোলে হার ভারতের

Date:

অতিরক্ষণাত্মক ফুটবলেই ইরানের(Iran) কাছে হার ভারতের(India Football Team)। কাফা নেসনশ কাপের(Cafa Nations Cup) দ্বিতীয় ম্যাচেই ইরানের কাছে ০-৩ গোলে হেরে গেল ভারতীয় দল(India Football Team)। তাজাকিস্তানের বিরুদ্ধে শুরুটা জয় দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই ইরানের কাছে আটকে গেল খালিদের(Khalid Jamil) মেন ইন ব্লুজ বাহিনী। আর তার কারণ যদি খালিদের অতিরক্ষণাত্মক ছক বলা হয়, তবে হয়ত খুব একটা ভুল বলা হবে না।

এদিন ইরানের বিরুদ্ধে প্রথমার্ধ অবশ্য গোলশূন্য রেখেছিল ভারত। কিন্তু গোটা অর্ধটাই রক্ষণাত্মক ফুটবল খেলেছিল ভারতীয় দল। দু-একটা বাদে প্রথমার্ধে ভারতীয় দলের(India Football Team) কোনও আক্রমণই সেভাবে দেখা যায়নি। বরং বারবার আক্রমণে ভারতের রক্ষণকে কার্যত বিধ্বস্ত করে তুলেছিল ইরানের ফুটবলাররা। কখনও গুরপ্রীত তো কখনও সনদেশ ঝিঙ্গান, রাহুল ভেকেরা বাঁচিয়েছিল ভারতীয় দলকে।

বিরতির পর অবশ্য খালিদ ছক বদলে ফেলেন। বেশ কয়েকটা বদলও আনেন ভারতীয় দলের। আক্রমণাত্মক ছক সাজিয়েছিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছিল। ম্যাচের রাশ চলে গিয়েছিল ইরানের দখলে। ৫৯ মিনিটে আমিরহোসেনের গোলে প্রথম লিড পায় ইরান। পাল্টা আক্রমণের চেষ্টা ভারত চালালেও অবশ্য সেভাবে পারছিল না।

ম্যাচের একেবারে শেষলগ্নে এসে পরপর দুটো গোল হজম করতে হয় ভারতীয় দলকে। আর তাতেই ঘুরে দাঁড়ানোর সমস্ত আশা শেষ হয়ে যায় ভারতের। তবে এই ম্যাচ হারলে ভারতের সুযোগ যে একেবারেই শেষ হয়ে গেল তেমনটা নয়। এখনও বেশ কয়েকটা ম্যাচ রয়েছে ভারতের সামনে। জিততে পারলেই পরের রাউন্ডে পৌঁছে যাবে মেন ইন ব্লুজ ব্রিগেড।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version