Friday, November 14, 2025

পুলিশ দিবসে ওসি সৌভিকের তৎপরতায় বাঁচলেন অসুস্থ বৃদ্ধা, কৃতজ্ঞতা পরিবারের

Date:

রাজ্যজুড়ে সোমবার পালিত হচ্ছে পুলিশ দিবস (Police Day)। এমন দিনেই পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচাল অসুস্থ পথচারীর। খবরে ফের হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarty)।

সোমবার বেলা ১১টা ৪০ নাগাদ এম জি রোড ধরে টহল দিচ্ছিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি। সেই সময় নাগের বাজার – হাওড়া (Nager bazaar-Howrah)রুটের মিনিবাসের কর্মী তাঁকে জানান, বাসে দীপিকা আচার্য নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি প্রায় অচৈতন্য। একপাশ পক্ষাঘাতের লক্ষণ স্পষ্ট। কথাও বলতে পারছিলেন না।

পরিস্থিতির গুরুত্ব বুঝে আর সময় নষ্ট করেননি  সৌভিক (Souvik Chakrabarty)। তৎক্ষণাৎ অসুস্থ বৃদ্ধাকে বাস থেকে নামিয়ে একটি ট্যাক্সি করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (CMC) পাঠান। সঙ্গে ছিলেন সার্জেন্ট সন্তু পাল ও একজন মহিলা হোমগার্ড।

দ্রুত পরিবহন নিশ্চিত করার জন্য, স্ট্র্যান্ড রোড থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত এম জি  রোড বরাবর গ্রিন করিডর করার ব্যবস্থাও করেন। যাতে দ্রুত অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছনো যায়। হাসপাতাল কর্তৃপক্ষকেও আগে থেকে জানানো হয়।

রোগীর আত্মীয়দেরও অবিলম্বে হাসপাতালে পৌঁছানোর জন্য খবর দেন ওসি। হাসপাতালে পৌঁছানোর পরে দ্রুত চিকিৎসা শুরু বিষয়েও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। দীপিকা আচার্য মেডিকেল কলেজের সিপিআর-৩-তে ভর্তি আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত স্থিতিশীল।

সৌভিক চক্রবর্তী তৎপরতার জন্য আপ্লুত রোগীর পরিবার। ডাক্তারদের প্রতিও রোগীর আত্মীয়স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের তৎপরতাই অসুস্থ বৃদ্ধাকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version