Thursday, November 13, 2025

দলবিরোধী মন্তব্য! মেয়ে কবিতাকেই দল থেকে বহিষ্কার চন্দ্রশেখরের

Date:

তেলেঙ্গানার রাজনীতিতে অদ্ভুত মোড়। দলের দুই প্রবীণ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় মেয়ে কে কবিতাকেই দল থেকে সাসপেন্ড করলেন বিআরএস (BRS) প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR)। দলের নেতাদের কংগ্রেসের সঙ্গে গোপণ আঁতাঁতেরও অভিযোগ তুলেছিলেন কবিতা (K Kavitha)। আর তারপরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করায় তেলেঙ্গানার অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দল বিআরএস-এর মধ্যে অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা তুলছে রাজনৈতিক মহল।

সম্প্রতি তেলেঙ্গানার কংগ্রেস নেতৃত্ব সেচদফতরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প – কালেশ্বরম প্রকল্পের (Kaleshwaram project) দুর্নীতির তদন্ত সিবিআই-কে হস্তান্তরিত করে। এই দুর্নীতিতে বিআরএস-কে অভিযুক্ত করে কংগ্রেস। এরপরই কবিতা দাবি করেন, এই প্রকল্পে কোনওভাবেই বিআরএস দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। দলের কিছু নেতার দুর্নীতিতে দলের ও দলের প্রধান কেসিআর-এর নাম খারাপ হচ্ছে। তিনি বিশেষভাবে নাম উল্লেখ করেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হরিশ রাও ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ জে সন্তোষ কুমারের। সেই সঙ্গে দাবি করেন, কংগ্রেসের সঙ্গে কিছু প্রবীণ নেতা গোপণ আঁতাঁত রেখে বিআরএস-কে বিপদে ফেলার চেষ্টা করছে।

সোমবার কবিতা (K Kavitha) এই মন্তব্য পেশ করার পরই মঙ্গলবার দল থেকে তাঁকে সাসপেন্ড (suspend) করার বিজ্ঞপ্তি জারি হয়। দলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তা জানিয়ে দেওয়া হয়। দাবি করা হয়, তিনি দলের প্রবীণ নেতাদের প্রতি অসম্মানজনক কথা বলেছেন ও দলবিরোধী কথা বলেছেন।

আরও পড়ুন: আপাতত শাস্তি নয়: বিধানসভায় ‘কুস্তি’ করেও রেহাই ৪ বিজেপি বিধায়কের

২০২৪ সালে কবিতার গ্রেফতারি নিয়ে যথেষ্ট মুখ পুড়েছিল বিআরএস-এর। পাঁচ মাস জেলে কাটিয়ে তিনি মুক্ত হলেও আদতে তিনি যে দলের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন, তা দলের একাংশের নেতৃত্বের কথায় প্রকাশিত হয়েছিল। এবছরও একটি চিঠি সংক্রান্ত ঘটনায় দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কবিতা। তখন কেসিআর মেয়ের বিরুদ্ধে তেমন বড় পদক্ষেপ নেননি। তবে এবার কবিতাকে সাসপেন্ড করে কেসিআর দলের স্বচ্ছতা তুলে ধরার চেষ্টা করলেন। যদিও বিআরএস-এ ভাঙনে তেলেঙ্গানায় কংগ্রেস না বিজেপি – কে লাভবান হবে তা সময়েই বোঝা যাবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version