Saturday, November 8, 2025

কথা রাখেনি মধ্যপ্রদেশ সরকার, অর্জুন ফেরাচ্ছেন দুই প্যারালিম্পিয়ান

Date:

দেশের হয়ে প্যারালিম্পিকে পদক জিতেছেন। অর্জুন পুরস্কার(Arjuna Award) পেয়েছেন। কিন্তু তাদের সঙ্গেই চূড়ান্ত প্রবঞ্চনা। কথা দিয়ে কথা রাখেনি মধ্যপ্রদেশ সরকার(Madhyapradesh Govt)। অভিমানে এবার অর্জুন পুরস্কার ফেরানোরই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশের দুই প্যারালিম্পিয়ান কপিল পারমার(Kapil Parmar) এবং প্রাচী যাদব(Prachi Yadav)। তাদের এই সিদ্ধান্তেই এই ভারতীয় ক্রিড়া মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

২০২৪ সালের প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন দুই তারকাই। দেশে ফেরার পরই তাদের ঘিরে বহু সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল। সেই সময়ই মধ্যপ্রদেশ সরকারের তরফে তাদের আর্থিক পুরস্কার এবং চাকরি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই কথা নাকি মধ্যপ্রদেশ সরকার রাখেনি। এমনকী বারবার চাকরির কথা জিজ্ঞাসা করা হলে শুধুই নাতি বলা হয় তা প্রক্রিয়াধীন রয়েছে। এমন অপমানের জ্বালা থেকেই অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মধ্যপ্রদেশের সরকারের তরফে কপিল পারমার(Kapil Parmar) ১ কোটি টাকা পেলেও, পাননি চাকরি। তাঁর অভিযোগ, “মধ্যপ্রদেশ সরকার অ্যাথলিটদের একদমই সম্মান দেয় না। মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁকে গেজেটেড অফিসার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি”।

একই কথা আরেক প্যারা অ্যাথলিট প্রাচী যাদবের(Prachi Yadav) মুখেও। তাঁরও অভিযোগ যে রাজ্য সরকার নাকি কোনও সাহায্যই তাঁকে করেনি। এমনকি প্রাচীকে নাকি কেরানির চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রী নিজে তাঁকে ভালো চাকরি দেওয়ার বার্তা দিয়েছিলেন, যদিও তারপরও কিছুই হয়নি।

এরপরই দুই পদকজয়ী সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার। মধ্যপ্রদেশের স্পোর্টস ডিরেক্টরের কাছেই অর্জুন পুরস্কার পাঠানোর সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version