Sunday, November 16, 2025

তৃণমূলের ধর্না সরিয়ে নিজেরাই বসতে চায় সেনা! হাই কোর্টে প্রাক্তন সেনাকর্মীরা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন চন্দ্রিমার

Date:

নিয়মের দোহাই দিয়ে মেয়ো রোডে তৃণমূলের অবস্থান মঞ্চ ভেঙে ছিল সেনাবাহিনী। এবার নিজেরাই ধর্নায় বসতে চেয়ে হাই কোর্টে দ্বারস্থ প্রাক্তন সেনাকর্মীর (Ex Army)। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। এদিকে প্রাক্তন সেনা কর্তাদের এই কর্মসূচির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

কয়েকদিন আগেই মেয়ো রোডে তৃণমূলের  সভামঞ্চে খুলে ফেলে সেনা। খুলে ফেলা হয় ত্রিপল। এরপরই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেনার প্রতি সম্মান বজায় রেখেই বিজেপির বিরুদ্ধে তীব্র তোপ দাগেন। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর  ধর্নায় বসতে চেয়ে আদালতে আবেদন করেন প্রাক্তন সেনা কর্মী (Ex Army) ও কর্তারা। সোমবার এই মামলার শুনানি হতে পারে।

এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী কারও প্রতি কোনও অসম্মান প্রদর্শন করেননি। আমরা সেনা অনুমতি নিয়েই ধর্নায় বসেছিলাম। আমাদের ডেকোরেটরদের সঙ্গে কথা বলতে পারতেন। কিন্ত  প্যান্ডেল খোলার জন্য সেনা চলে আসে। মুখ্যমন্ত্রী সেনা বা কারোর প্রতি অসম্মানসূচক কোনও মন্তব্য করেননি। হতে পারে ওরা কারোর ইন্ধনে এই কাজ করেছে।

ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল। সেই কারণেই তাদের মঞ্চ ও প্যান্ডল খোলা হয়নি বলেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  কিন্তু এর প্রতিবাদ সেনার প্রাক্তন কর্মীরা যেভাবে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন তা নজিরবিহীন।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version