এসআইআর যে গোটা দেশে লাগু করবে নির্বাচন কমিশন, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার শুরু হল তার বাস্তবায়ন। সেই লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর রাজধানীতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলনের ডাক দিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে ভোটার তালিকা প্রস্তুতির কাজে যুক্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওদেরও উপস্থিত থাকতে হবে।

নির্বাচন কমিশনের (ECI) বৈঠকে ওই দিন সকাল ১০টা থেকে শুরু হবে কনফারেন্স। তিনটি সেশনে বিভক্ত থাকবে আলোচনাপর্ব। প্রথমে বিহারের এসআইআর (SIR) সম্পূর্ণ হওয়া নিয়ে আলোচনা। এরপর বাকি রাজ্যগুলির এসআইআর প্রস্তুতির অগ্রগতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকরা রিপোর্ট দেবেন। তার পরে প্রশ্নোত্তর পর্বের আয়োজন থাকবে। বক্তব্য রাখবেন নির্বাচন কমিশনার বিবেক জোশি। সর্বশেষ মন্তব্য করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

আরও পড়ুন: ২১০ ভ্রাম্যমাণ হাসপাতাল: স্বাস্থ্য পরিষেবা থেকে কর্মসংস্থানে রাজ্যের ১০০ কোটির প্রকল্প

প্রত্যেক রাজ্যের সিইওদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা সর্বাধিক পাঁচ মিনিটের একটি প্রেজেন্টেশন তৈরি করবেন। সেই প্রেজেন্টেশনে ভোটার তালিকা এবং এসআইআর সংক্রান্ত অন্তত দশটি বিষয়ে রিপোর্ট দিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকা সকলের জন্য বাধ্যতামূলক।

–

–

–

–
–

–