ভোটের টিকিটের নাম করে প্রতারণায় এক ব্যক্তিকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অভিযোগ, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করে টাকা তুলেছিল শেখ নাজমুল হুদা নামে ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: গোটা দেশে SIR-এর প্রস্তুতি, সেপ্টেম্বরের শুরুতেই প্রথম বৈঠক কমিশনের

বিধানসভা নির্বাচনে (Assembly Election) টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছিল নাজমুল হুদা নামে ওই ব্যক্তি। পুরোনো ছবি দেখিয়ে নিজেকে শাসকদলের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালায় সে। প্রতারিত ব্যক্তিরা পুলিশে অভিযোগ দায়ের করেন। শুক্রবার শেক্সপিয়র সরণি থানার পুলিশ পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে।

–

–

–

–

–
–

–