মোদির প্রশংসা ট্রাম্পের মুখে: প্রধানমন্ত্রী গলে গেলেও মিলল না শুল্ক নিয়ে সদুত্তর

Date:

Share post:

শুল্ক দ্বন্দ্বে ভারত-আমেরিকার সম্পর্ক গোটা বিশ্বের কাছে ঠাণ্ডা যুদ্ধে পরিণত হয়েছে। লড়াইয়ের মধ্যে ঢুকে পড়েছে রাশিয়া ও চিন। আর তাতেই কী থরহরি কম্প অবস্থা আমেরিকার? আচমকাই নরেন্দ্র মোদিকে নিয়ে লম্বা চওড়া বন্ধুত্বের বার্তা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই বুকে টেনে নিলেন মোদি। যদিও তাতে আখেরে ভারতের লাভ কতটা হল, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা দেয়নি কোনও রাষ্ট্রনেতা। আদৌ শুল্কে (tariff) কোনও সুবিধা পাবে কি না ভারত, তা নিয়ে কিছুই বললেন না ট্রাম্প। ফের প্রশ্ন উঠতে শুরু করেছে আদতে কী ভারতের স্বার্থের বিনিময়ে আমেরিকা থেকে নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের স্বার্থসিদ্ধির কাজই করছে?

শুক্রবার ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে ছিলেন, ‘মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে গভীর ও অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।’ আর এরপর শনিবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর কাছের বন্ধুই। মোদি মহান ব্যক্তি। ভারতের সঙ্গে আমেরিকার বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নিয়ে চিন্তার কোনও কারণ নেই। স্মরণ করালেন, এই তো কয়েক মাস আগে তাঁরা বাগানে বসে সাংবাদিক সম্মেলন করেছেন।

প্রত্যুত্তরে শনিবার সকালে এক্স হ্যান্ডলে মোদি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ-অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে যে ইতিবাচক মূল্যায়ন তিনি করেছেন, তার প্রশংসা করি। আমি এর প্রতিদান দেব। ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।’

আরও পড়ুন: মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি: উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত

আমেরিকা শুল্ক নিয়ে নরম মনোভাব না দেখানোর পরে ভারতের তরফ থেকে বারবার সুর নরম করার বার্তা দিয়েছে আমেরিকা। তারাই দাবি করেছে, আমেরিকার উপর থেকে সব শুল্ক শূন্য করার বার্তাও না কি ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। যদিও এই বক্তব্যের সত্যতা ভারতের তরফ থেকে স্বীকার কার হয়নি। তবে ট্রাম্পের পাল্টা মোদির টুইটে সেই সুর নরমেও ইঙ্গিত রয়েছে। যদিও শুল্ক নিয়ে কোনও ইতিবাচক স্পষ্ট কথা ট্রাম্প বা মোদি কেউই প্রকাশ করেননি।

spot_img

Related articles

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন জগদ্ধাত্রী পুজোর, অপেক্ষায় কৃষ্ণনগর ও চন্দননগর

উৎসবের মরশুমের শেষ পর্বে বাংলার মানুষ। জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়েই বাংলার এবছরের বড় উৎসবের সমাপন হবে। বুধবার সেই...

পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার: ভিন রাজ্য থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও রাজ্য পুলিশের

হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের পাঁচদিনের মধ্যে গ্রেফতার খুনে দুই মূল অভিযুক্ত। ওড়িশা (Odisha) থেকে দুজনকে গ্রেফতার করে...

শক্তি খুইয়ে মন্থা এখন গভীর নিম্নচাপ, ৩ মৃত্যুর পরও জারি প্রবল বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি প্রবল ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে ল্যান্ডফল শুরু করেছিল। অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় চালায় তাণ্ডব।...

ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের ড্র, জমে গেল ডার্বির গুরুত্ব

একটা সময় ডেম্পো মানেই ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কাছে শক্ত গাঁট। সেই ডেম্পো দুর্বল হয়েছে, কিন্তু  নামের সুনাম বজায় রেখেছে।...