Tuesday, December 9, 2025

অনির্বাণের ‘গানের গুঁতো’য় দোষ দেখছেন না সৌমিত্র-সিধু-সুমন

Date:

মার্কেটিংটা ভালোই জানেন অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তাঁর মঞ্চে গাওয়া ‘হুলি গান ইজিম’-এর গান (Song) “বলো বলো সবে” নিয়ে তোলপাড় স্যোশাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল। কারণ গানের কথা ও উপস্থাপনা। ভালো-মন্দ মিশিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন সঙ্গীতশিল্পী থেকে রাজনৈতিক নেতা, রাজনৈতিক বিশ্লেষক সবাই। এমনিই তিনজনের সঙ্গে কথা বলেছে ‘বিশ্ববাংলা সংবাদ’। তাঁরা সবাই বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন। ভূমির সৌমিত্রর কথায়, এটা লোকগান গম্ভীরা ঘরনার। আবার ক্যাকটাস-এর সিধুর কথায় এটা আরেক লোকগানের আঙ্গিক খেউড়-এর রূপ। সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কথায়, এটা পাশ্চাত্যের ব়্যাপ ধরনের গান। সব মিলিয়ে প্রতিক্রিয়া সদর্থক।

বাংলা লোকগানের দল হিসেবে জনপ্রিয় ভূমি। তার লিড সিঙ্গার সৌমিত্র রায়ের কথায়, অনির্বাণের গানটি তিনি শুনেছেন। এতে তিনি দোষের কিছু দেখছেন না। কারণ, এটা বাংলার বাঁকুড়া অঞ্চলের লোকগান গম্ভীরার আদলে গাওয়া। ছোটবেলায় এই ধরনের গান তিনি অনেক শুনেছেন। এই গানে কোনও দোষ নেই।

সেদিন যে মঞ্চে এই গান (Song) গেয়েছিল ‘হুলি গান ইজিম’। সেই মঞ্চে অনুষ্ঠান করেন ক্যাকটাসও। ক্যাকটাসের সিধু অর্থাৎ সিদ্ধার্থশঙ্কর রায়ের মতে, বাংলা কবিগানে খেউড় বলে যে পর্যায় থাকে, সেটার মতোই অনির্বাণের এই গান। এটি নিয়ে খুবই উত্তেজনা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেটার পরিণতি যেন বাদামকাকুর গানের মতো না হয়- সতর্ক করেছেন সিধু। তবে, এটাতে রাজনীতি না খুঁজে নিছক মজার ছলে নেওয়ার কথা বলেন তিনি।

সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কথায়, অনির্বাণের গান তাঁর চমৎকার লেগেছে। এই গানে তিনি পাশ্চাত্যের ছাপ দেখেছেন। তাঁর কথায়, অনির্বাণ, দেবরাজ, শুভদীপ গুহরা একটা চমৎকার ব়্যাপ সঙ্গীত করেছেন। এই যে ব্যঙ্গ করা এটা নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে তিনি একমত। এটাকে টিপ্পনি হিসেবেই দেখা উচিৎ। পুরতানি বাংলা গানেও এই ধরনের ব্যঙ্গ দেখা যায়। অনির্বাণ একটি অসাধারণ ব্যঙ্গধর্মী ব়্যাপ গেয়েছেন, তাতে যদি কুণাল ঘোষ বা শতরূপ ঘোষের (এঁদের দুজনের কথাই গানে আছে) রাগ না হয় তাহলে বাকিদের রাগের কারণ কী! পাল্টা খোঁচা সুমনের।

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...
Exit mobile version