Wednesday, November 19, 2025

রেলের সোয়া লক্ষ কোটি কোথায়: প্রশ্ন বিজেপির মেয়রের ছেলের

Date:

ভারতীয় রেলের দুর্ঘটনা যখন নিত্যদিন রুটিন হয়ে দাঁড়িয়েছিল, তখন একমাত্র বাংলার শাসক দল তৃণমূলের পক্ষ থেকেই বারবার তার বিরুদ্ধে সরব হয়েছিলেন নেতৃত্ব। আদতে জনগণের টাকায় রেল দফতরে যে দুর্নীতি চলছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এবার সেই প্রশ্নই আবার তুললেন মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) বিজেপির মেয়রের ছেলে। প্রকাশ্য মঞ্চে রেল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের লক্ষ কোটির দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন সংঘমিত্র ভার্গভ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি), যেখানে দেখা যায় মধ্যপ্রদেশের ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গভের ছেলে সংঘমিত্র ভার্গভকে। একটি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভায় মঞ্চে উপস্থিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব Mohan Yadav)। উপস্থিত তার বাবা পুশ্যমিত্রও। সেই সঙ্গে বিজেপির একাধিক শীর্ষস্তরের নেতা ।আর সেখানেই ভারতের সমাজবাদ বিষয়ের উপর বিপক্ষে বক্তব্য রাখে সংঘমিত্র (Sanghmitra Bhargav)। সেই বক্তব্য রাখতে গিয়েই রীতিমতো নেতার ঢং-এ দেশের দুর্নীতি নিয়ে সরব হয় বিজেপি নেতার ছেলে।

সংঘমিত্র নিজের বক্তব্যে দাবি করে, বুলেট ট্রেন নিয়ে বহু বক্তব্য রাখা হলেও আজও তা প্রেজেন্টেশনের জায়গা থেকে বাস্তবে মাটিতে নামতে পারেনি। সেই সঙ্গে দাবি করে, গোটা দেশের ৪০০ এয়ারপোর্টের মত আধুনিক মানের রেল স্টেশন নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও তৈরি হয়েছে মাত্র কুড়িটি। সেখানে সাইনবোর্ড চকচক করলেও সামান্য জলও সেখানে দাম দিয়ে কিনে খাওয়া দুষ্কর সাধারণ মানুষের পক্ষে।

আরও পড়ুন: বাংলার গর্ব দুই শিক্ষিকা: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষকের সম্মান

ঠিক তেমনই ভারতীয় রেলের কবচ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলে সংঘমিত্র। তার দাবি ক্যাগের রিপোর্ট বলছে, সোয়া লক্ষ কোটি টাকা যা জনগণের করের টাকা থেকে রেলের উন্নয়নের জন্য জমা পড়েছিল, সেই পরিকল্পনার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়নি। এই টাকার ৭৮ শতাংশ রেলের সুরক্ষার জন্য বরাদ্দ ছিল। সেই টাকা ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য খাতে। সেইসঙ্গে দুর্ঘটনার উদাহরণ তুলে ভারতীয় রেলের কবচ ব্যবস্থার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিজেপির নির্বাচিত মেয়রের ছেলে সংঘমিত্র।

Related articles

পশ্চিমী হাওয়ায় বাধা, তাপমাত্রা বাড়ার সঙ্গে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

বেশ কিছুদিন ধরে সুদূর পশ্চিম রাজ্যগুলি পার করে পশ্চিমী হাওয়া বাংলায় ঢুকেছিল। ফলে নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ...

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী: শ্রদ্ধা মমতা, অভিষেকের

ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মবার্ষিকী বুধবার। তাঁর জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা...

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর...

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার...
Exit mobile version