নিয়োগ মামলায় আত্মসমর্পণ করার কয়েক ঘণ্টার মধ্যেই ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। শনিবার সকাল পৌনে এগারোটা নাগাদ তিনি ব্যাঙ্কশাল কোর্টে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়ার আবেদন করা হলেও তা নাকচ করে দিয়ে জামিন মঞ্জুর করেন বিচারক। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। মন্ত্রীকে ইডির (ED) তদন্তে সব ধরনের সহযোগিতা করার পাশাপাশি কলকাতা এবং তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

–

–

–

–

–

–
–
–

–