প্রশ্নপত্র ৫০ হাজারে বিক্রি! শুভেন্দুর অভিযোগ ওড়ালেন কমিশন চেয়ারম্যান

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সব রকমভাবে বিঘ্নিত করার বিজেপির চেষ্টা শনিবার পর্যন্তও জারি রয়েছে। আর উল্টোদিকে বিরোধী ও বিজেপির সবরকম প্রচেষ্টা ব্যর্থ করে দিতে বদ্ধপরিকর স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই সূত্রেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) প্রশ্ন ফাঁসের অভিযোগ উড়িয়ে দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান (SSC Chairman) সিদ্ধার্থ মজুমদার।

যেভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে সিকিউরিটি ফিচার যুক্ত করে প্রশ্ন ফাঁস আটকাতে সফল শিক্ষা দফতর, সেভাবেই এবার এসএসসি-র প্রশ্ন ফাঁস নিয়েও সচেতন কমিশন। যদিও তাতে বিরোধীদের কুৎসার রাজনীতিতে কোনও খামতি নেই। বিরোধী দলনেতা মিডিয়ায় বলে বেড়াচ্ছেন তিনি প্রশ্ন (SSC question) ফাঁস সংক্রান্ত অডিও শুনেছেন। রবিবারের এসএসসির প্রশ্নপত্র ৫০ হাজার টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই এর পিছনে বিজেপির বাংলাকে বদনাম করার যে রাজনীতি চলছে তার পর্দা ফাঁস হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে। ভুয়ো প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে গ্রেফতার হয়েছে বিজেপি কর্মী অরিন্দম পাল।

পুলিশের নজরদারির পাশাপাশি এসএসসিও শনিবার নিশ্চিত করল পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট জানান বিরোধী দলনেতার আনা প্রশ্নফাঁসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রশ্ন সম্পূর্ণ নিরাপদ রয়েছে। রবিবার মোট ৬৩৬ কেন্দ্রে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিল হয়ে প্রশ্ন পৌঁছাবে বেলা ১০ টায়। তবে প্রতিটি ঘরের ইনভিজিলেটরের হাতে প্রশ্নপত্র (SSC question) ও ওএমআর-এর (OMR) সিল করা খাম পৌঁছবে ১১.৪৫ মিনিটে। পরীক্ষা শুরু ১২টা থেকে। ১১.৪৫ মিনিটে পরীক্ষার্থীরা শুধু ওএমআর হাতে পাবেন। নিজেদের নাম ও অন্যান্য তথ্য সেই সময়ের মধ্য লিখবেন তাঁরা। ফলে ১২টার আগে প্রশ্নপত্রের খামের সিল খোলার কোনও সম্ভাবনাই নেই বলে জানাচ্ছেন এসএসসি চেয়ারম্যান।

আরও পড়ুন: প্রথমদিন টিকিট বিক্রিতেই ধাক্কা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর! গ্রহণই করল না দেশের দর্শক

শুক্রবার থেকে কমিশনের তরফে পরীক্ষা কেন্দ্রে কী নিয়ে ঢোকা যাবে বা যাবে না তার বিস্তারিত জানানো হয়েছিল। সবটাই নিরাপত্তার জন্য। এমনকি পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষাকেন্দ্র থেকেও বেরোতে পারবেন না। কোনওভাবে প্রশ্নপত্র ফাঁস হলে আধঘণ্টার মধ্যে জানতে পেরে যাবে কমিশন। সেই সঙ্গে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে সেই প্রশ্ন ফাঁস হয়েছে তাও বের করে নেওয়া বলে, দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের।

spot_img

Related articles

থামল চাকা, বন্ধ বিদ্যুৎ! সপ্তাহের প্রথম দিন ভোগান্তি মেট্রো যাত্রীদের

মেট্রো যাত্রার ভোগান্তি সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু। মেট্রোর রেক বিভ্রাটে এবার প্রায় এক ঘণ্টা বিদ্যুৎবিহীনভাবে মেট্রোর মধ্যে...

সিনারের বিরুদ্ধে দাপুটে জয়, ট্রাম্পের সামনে নয়া রেকর্ড গড়লেন আলকারাজ

ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। চার সেটের লড়াইয়ে সিনারকে (Jannik Sinner) হারিয়ে ইউএস ওপেনে...

এবার মামলা! ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যে চরিত্রায়ন, আদালতে গোপাল পাঁঠার পরিবার

গোটা বিশ্বের কাছে সিনেমার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার যে চরিত্র তুলে ধরেছেন পরিচালক...

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে সীতাপুরে রাতভর নজরদারি বিজ্ঞানীদের

আকাশজুড়ে বিরল দৃশ্য। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ঘিরে রাতভর তৎপর বিজ্ঞানীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সীতাপুরে অবস্থিত আয়োনোসফেরিক অ্যান্ড...