কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যে অনুষ্ঠিত হবে এসএসসি নিয়োগ পরীক্ষা। একগুচ্ছ নির্দেশিকা দিয়ে পরীক্ষার্থীদের সব রকম প্রস্তুতির নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার আগের দিন সব পরীক্ষার্থীকে সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢোকার জন্য সতর্ক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, আগামীকালের অ্যাসিস্ট্যান্ট টিচার (নবম-দশম) সিলেকশন টেস্টের জন্য সব পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা। স্কুল সার্ভিস কমিশন (SSC) আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী।

পুলিশ ও প্রশাসনের তরফ থেকে নির্বিঘ্নে পরীক্ষার নিশ্চয়তা দিয়ে শিক্ষামন্ত্রী জানান, সমগ্র ৬৩৬ পরীক্ষাকেন্দ্রে আপনারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে সক্ষম হন তার জন্য সমগ্র প্রশাসন সর্বদা আপনার নিরাপত্তা, স্বচ্ছতা ও সমস্ত রকম সহযোগিতা নিয়ে উপস্থিত থাকবে। সময়ের মধ্যে নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। সকলকে শুভেচ্ছা।

Wishing all candidates the very best for tomorrow’s Assistant Teacher (Class IX–X) Selection Test, conducted by the West Bengal Central School Service Commission where more than 3 lakh 19 thousand candidates will appear.
Entire administration is always with you to ensure the…
— Bratya Basu (@basu_bratya) September 6, 2025
শহরের সব পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা নিয়ে শনিবার বিস্তারিত জানান কলকাতার জয়েন্ট পুলিশ কমিশনার মিরাজ খালিদ। তিনি জানান, প্রত্যেক সেন্টারে ৬-৭ জন পুলিশকর্মী থাকবেন। একজন সার্জেন্ট সেন্টারের চার্জে থাকবেন। তাঁর সঙ্গে এএসআই ও কনস্টেবলরা থাকবেন। ডিসিদের অ্যালার্ট করা হয়েছে। শীর্ষ আধিকারিকরা রাউন্ডে থাকবেন।

আরও পড়ুন: মাটির ভিতর থেকে ফুঁসে উঠছে জলের ধারা! অস্তিত্ব সংকটে হিমাচল প্রদেশ

প্রশাসনের তরফ থেকেও পরিবহন নিয়ে নিশ্চয়তা দেওয়া হয়। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এসএসসি পরীক্ষার জন্য পরিবহণ দফতর সব রকমভাবে তৈরি। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বলা হয়েছে। সমস্ত আরটিও-কে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও বাস বিকল হয় বা অন্য কোনও সমস্যা হয়, তবে বিকল্প বাসের ব্যবস্থা করতে বলা হয়েছে।

–

–
–
–
