Sunday, January 18, 2026

মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে নুড গ্যাং! ধরতে ড্রোন ওড়ালো উত্তরপ্রদেশ পুলিশ

Date:

Share post:

নতুন আতঙ্ক শুরু উত্তরপ্রদেশে। এবারেও শিকার সেই মহিলারা। অপরাধীরা একা মহিলা দেখলেই মাঠে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছে। দলবেধে যে অপরাধীরা আসছে তারা সকলেই উলঙ্গ, যা সবথেকে বেশি মারাত্মক বলে মনে করছেন স্থানীয়রা। চতুর্থ মহিলা এই দুষ্কৃতীদের শিকার হওয়ার পরই টনক নড়ে উত্তরপ্রদেশ পুলিশের। এবার ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে অজ্ঞাত অপরাধীদের ধরতে। নারী নিরাপত্তা ও নারীর সম্মানের বিষয়টিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এতটাই উদাসীন যার সুযোগ এবার নিচ্ছে দুষ্কৃতীরা।

উত্তরপ্রদেশের প্রথম ঘটনাটি মিরাটের (Meerut) ভরালা গ্রামের। খেতের পাশের রাস্তা দিয়ে একা যাওয়ার সময়ে হঠাৎ দুই দুষ্কৃতী তার উপর হামলা চালায়। তাঁকে পাশের খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। কোনওমতে চিৎকার করে ও পাল্টা আঘাত করে প্রাণে বাঁচেন। গ্রামে ফিরে তিনি বর্ণনা দিতে গিয়ে জানান, হামলাকারীরা উলঙ্গ ছিলেন।

অন্য একটি ঘটনায় মিরাটের কাছে দৌরালা গ্রামের এক মহিলার উপর হামলা চালানো হয়। সেই সময়ে পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি স্কুল বাসের চালক ও খালাসি ওই মহিলাকে উদ্ধার করেন ধর্ষণের হাত থেকে। সেই চালক ও খালাসিও বর্ণনা করেন, হামলাকারীরা উলঙ্গ ছিলেন বলে। পরপর চারটি এই ধরনের ঘটনা ঘটে মিরাট এলাকায়।

এরপর নড়েচড়ে বসে মিরাট পুলিশ। শনিবার সকাল থেকে শুরু হয় ড্রোন উড়িয়ে নুড গ্যাংয়ের খোঁজে তল্লাশি। যদিও এই সংক্রান্ত কোনও তথ্য এখনও পুলিশের পক্ষে বের করা সম্ভব হয়নি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হামলাকারীদের দেখেছেন শুধু গ্রামের মহিলারা। কোনও পুরুষের উপস্থিতিতে হামলা হয়নি মূলত। সেই সঙ্গে যে সময়ে হামলা হয়, মহিলারা আতঙ্কে বেশি কিছু মনেও রাখতে পারেননি। ফলে পুলিশের পক্ষেও এই হামলাকারীদের ধরা খুবই কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: প্রশ্নপত্র ৫০ হাজারে বিক্রি! শুভেন্দুর অভিযোগ ওড়ালেন কমিশন চেয়ারম্যান

তবে যতক্ষণ না গোটা বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারছে পুলিশ প্রশাসন, ততদিন গ্রামগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। নুড গ্যাংয়ের হামলা হচ্ছে দিনের আলোতেই। গ্রামের মহিলারা ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন। অনেক মহিলা নিজেদের কাজে যাওয়ার রাস্তা বদলেছেন। অনেকে কাজও বদলে নিয়েছেন বলে দাবি করছেন গ্রামের প্রধানরা।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...