মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: ১০ লক্ষ টাকায় শুরু হচ্ছে খেলার মাঠের উন্নয়ন

Date:

Share post:

শিক্ষা-স্বাস্থ্য-পরিষেবার পাশাপাশি রাজ্যের মানুষের খেলাধূলার উন্নয়নেও যত্নশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া জগতের উন্নয়নে তাই খেলা হবে দিবসও ঘোষণা করেছেন তিনি। সেই খেলার মাঠ নিয়েও সমানভাবে যত্নশীল মুখ্যমন্ত্রী (Chief Minister)। আলিপুরদুয়ারের (Alipurduar) খেলার মাঠের উন্নয়নের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এবার সেই অর্থ বরাদ্দ হল, এবার শুরু হবে উন্নয়নের কাজ।

গত জানুয়ারি মাসের ২২ তারিখ আলিপুরদুয়ার (Alipurduar) প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খেলার মাঠের উন্নয়ন হবে। যেমন কথা তেমনই কাজ। সেই মাঠের উন্নয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ হল, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো শুরু হবে উন্নয়নের কাজ। সেদিনের সভায় ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক। এর পাশাপাশি ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলার বিধায়ক, রাজ্যসভার সাংসদ-সহ বিভিন্ন পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধিরা। ওই বৈঠকেই জেলা ক্রীড়া সংস্থার মেন্টর মৃদুল গোস্বামী মুখ্যমন্ত্রীর কাছে খেলার মাঠ ও তার উন্নয়নের প্রস্তাব রাখেন। মৃদুলবাবুর প্রস্তাব শুনেই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মঞ্চ থেকেই জানিয়ে দেন যে, রাজ্যসভার সাংসদের তহবিল থেকে আলিপুরদুয়ারে খেলার মাঠের উন্নয়নের জন্য প্রাথমিক অবস্থায় দশ লক্ষ টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: ভাষা আন্দোলন: আরজিকরের সময় পেরিয়ে প্রথম সমাবেশে ভিড়ে চমকে দিল PHA

সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলেরই এক রাজ্যসভার সাংসদের তাহবিল থেকে দশ লক্ষ টাকা আলিপুরদুয়ার জেলা পরিষদের মাধ্যমে খেলার মাঠের জন্য বরাদ্দ করা হয়েছে। এবার ওই বরাদ্দকৃত অর্থ দিয়ে দ্রুত টেন্ডার করে খেলার মাঠের উন্নয়নের কাজ শুরু করতে চলেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। এই বিষয়ে জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী জানান, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আলিপুরদুয়ারে খেলার মাঠ নিয়ে অনুরোধ রেখেছিলাম। মুখ্যমন্ত্রী তখন কথা দিয়েছিলেন খেলার মাঠের উন্নয়নের অর্থ বরাদ্দ করবেন কোনও একজন রাজ্যসভার সাংসদের তাহবিল থেকে। সেই টাকা বরাদ্দ হয়ে গেছে, এবার দ্রুত কাজ শুরু হয়ে যাবে।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...