Friday, November 14, 2025

৮২-তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলা -বাঙালির জয়জয়কার, সেরা পরিচালক অনুপর্ণা

Date:

Share post:

৮২-তম ভেনিস চলচ্চিত্র উৎসবে (Venice Film Festival) উঠে এল বাংলার নাম। শনিবার সমাপ্ত হল এই বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসব। তবে ২০২৫-এর মঞ্চ ভারতীয় বা বাংলার সিনেপ্রেমীদের জন্য গর্বের হয়ে উঠল। তরুণ পরিচালক অনুপর্ণা রায় (Anuparna Roy) তাঁর প্রথম ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ (Songs of Forgotten Trees) -এর জন্য ‘অরিজ়োন্তি’ (Orizzonti) বিভাগে সেরা পরিচালকের পুরস্কার ঝুলিতে ভরলেন। তিনিই প্রথম ভারতীয় পরিচালক, যাঁর মুকুটে ভেনিস চলচ্চিত্র উৎসবের পালক উঠল।

ফরাসি পরিচালক জুলিয়া ডকরনো এদিন পুরস্কার তুলে দিয়েছেন অন্নপূর্ণার হাতে। সাবলীল সাদা শাড়ি পরে মঞ্চে ওঠেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। পুরস্কার হাতে তাঁর চোখ ছলছল করে ওঠে। তিনি জানান এই সম্মান তাঁর ব্যক্তিগত জয় নয়, নিঃশব্দে লড়াই করা সব নারীর প্রতি এই ছবি ও পুরস্কার তাঁর শ্রদ্ধা। অন্নপূর্ণার এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ ও সুমি বাঘেল। বিভাংশু রায়, রোমিল মোদি এবং যঞ্জন সিং প্রযোজকের দায়িত্বে ছিলেন। এই ছবির প্রেজেন্টার ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

তিনি জানান ‘থুয়া’র ক্ষেত্রে এটা একেবারেই ব্যক্তিগত নয় তবে একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসেনি, এমনটাও নয়। তিনি ঠাকুমার থেকে শুনেছিলেন কীভাবে বিয়ের পর তাঁর সৎ সন্তানেরা তাঁর খুব কাছের বন্ধু হয়ে উঠেছিল। সেখান থেকেই গল্প মাথায় আসে। ক্লাস ফাইভে প্রথম বন্ধু পেলেও তিনি বাবাকে জানিয়েছিলেন কিন্তু বাবা ওর পদবী পছন্দ করেননি। জাতপাতের বিষয় অবগত ছিলেন না সেই সময়ে তিনি। তাই বাবা বলেছেন বলেই শুধু বন্ধুত্ব নষ্ট হয়। পরে জানতে পারেন মাত্র ১৩ বছর বয়সে ওর বিয়ে দিয়ে দেওয়া হয়। যোগাযোগ না থাকলেও অনুভূতিটা রয়ে গিয়েছিল। গল্পে তারও ছাপ রয়েছে। এই ছবির পেছনে অনুরাগ কাশ্যপ অবদান তিনি অস্বীকার করেন নি। ছবির সঙ্গে তাঁর আবেগ কতটা জড়িয়ে ছিল, সেটা বলার ভাষা খুঁজে পান নি তিনি। শিক্ষকের মতো পথ দেখিয়েছেন তিনি। ১০০০-এরও বেশি উপদেশ দিয়েছেন। তিনি মনে করেন যেকোন পুরস্কার অনেক দায়িত্ব নিয়ে আসে। সমস্যা বড় কথা নয়, ছবি বানিয়ে যেতে হবে।

অনুপর্ণার পরবর্তী পরিকল্পনায় রয়েছে ব্রিটিশ বেঙ্গল নিয়ে কাজ। লেখা চলছে তবে এই মুহূর্তে তিনি অন্য একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। মুম্বইয়ের প্রান্তিক শ্রেণির মানুষদের নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন এই কাজে। তাঁদের লাইফস্টাইল জানার মতো বিষয় বলেই তিনি মনে করেন। তবে তিনি স্পষ্ট জানান সমাজ বদলের কোনও দায় তাঁর নেই। তবে তিনি চান বিষয়গুলোকে আলোচনায় নিয়ে আসতে।

spot_img

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...