প্রয়াত তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু। ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজের ইংরেজির অধ্যাপিকা ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। গত সাতদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি। দীর্ঘ সময় ধরে ওয়েবকুপার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কৃষ্ণকলি বসু। পরে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শিক্ষা মহল এবং রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন –
