আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা। সকাল থেকে কড়া নিরাপত্তা শহর থেকে জেলা সর্বত্র। রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন পরীক্ষার্থীরা ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। রবিবার ৬৩৬ পরীক্ষাকেন্দ্রে আজ দুপুর বারোটা থেকে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। তার আগে পূর্ব ঘোষণা মতোই এসএসসি পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম চালু করল স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি শিক্ষা দফতরের তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানা গেছে। সকাল সাড়ে নটা নাগাদ SSC ভবন থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে প্রশ্নপত্র নিয়ে রওনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

SSC সদর দফতর:- 033-23214550, 9051176400, 9051176500

পূর্বাঞ্চল :- 9239646361
পশ্চিমাঞ্চল:- 6294124059
উত্তরাঞ্চল:- 9064806833
দক্ষিণাঞ্চল:- 6289143054
দক্ষিণ পূর্বাঞ্চল:- 9681683667

–

–

–

–
–
–

–
–