বিরোধীদের কুৎসা,অপপ্রচার, সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে জেলা থেকে শহর -রাজ্য জুড়ে সর্বত্র শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে শুরু হল স্কুল সার্ভিস কমিশনের (SSC exam) প্রথম দফার পরীক্ষা। সকাল থেকে রাস্তায় পর্যাপ্ত যানবাহন থাকায় কোনও পরীক্ষার্থীর সেন্টারে পৌঁছতে সমস্যা হয়নি। নির্ধারিত নিয়ম মেনে দশটা থেকে অ্যাডমিট কার্ড, প্রয়োজনীয় নথি চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়।

প্রতিটা কেন্দ্রের বাইরে কড়া পুলিশি প্রহরা রয়েছে। বিজেপি রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন বাংলায়। সকাল ১১টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া শুরু হয়। ঠিক ১২টায় শুরু হয়েছে এসএসসির নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই নিয়ম মেনে শুরু হল এসএসসি পরীক্ষা।

–

–

–

–

–
–