নিয়োগ নেই বিজেপির রাজ্যে! SSC পরীক্ষায় ভিড় যোগীরাজ্য, বিহারের পরীক্ষার্থীদের

Date:

Share post:

বাংলায় নিয়োগের যে উদ্যোগ বর্তমান রাজ্য সরকার দীর্ঘদিন ধরে নিয়ে আসছে তাতে বারবার বাধ সাধার চেষ্টা চালিয়েছে বিজেপি। অথচ বিজেপির রাজ্যেই নিয়োগের কী পরিস্থিতি তা স্পষ্ট হয়ে গেল বাংলায় এসএসসি নিয়োগের পরীক্ষার প্রথম দিনেই। রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলোতে নিয়োগের পরীক্ষা দিতে যেমন যোগ দিলেন রাজ্যের পরীক্ষার্থীরা, তেমনই বহু কেন্দ্রে ভিড় করে এলেন উত্তর প্রদেশ (Uttarpradesh), বিহার (Bihar), রাজস্থানের মত রাজ্যের নিয়োগ প্রার্থীরাও। অভিযোগ, বিজেপি ও তার সঙ্গী রাজ্যগুলিতে নিয়োগের পরীক্ষা প্রায় পাঁচ বছর বন্ধ।

রবিবার রাজের ৬৩৬ টি কেন্দ্রে এসএসসির নিয়োগ (SSC recruitment) পরীক্ষার আয়োজন করা হয়েছে। কলকাতা শহরের মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে উত্তর কলকাতার বেশ কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সকাল থেকেই অপেক্ষা করছিলেন নিয়োগপ্রার্থীরা। সেখানেই কথা বলে জানা গেল, তারা কেউ এসেছেন বিহার, কেউ রাজস্থান থেকে। আবার দলে দলে পরীক্ষার্থীরা এসেছেন যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে। বিজেপি রাজ্যের পরীক্ষার্থীরা জানাচ্ছেন কোথাও ২০২১, কোথাও ২০২২ সালে শেষ নিয়োগের পরীক্ষা হয়েছে। তাই বাংলাই তাঁদের নিয়োগের জন্য ভরসা।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম চালু কমিশনের 

বাংলায় বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেই বিজেপি ও বামেরা মামলা করে সে সব নিয়োগ আটকানোর চেষ্টা করেছে। এমনকি আদালতে সেই নিয়োগ বাতিলের রায় দেওয়া বিচারপতিও যোগ দিয়েছেন বিজেপিতে। সেখানে স্পষ্ট গোটা দেশের বেকারত্ব মেটাতে আদতে বিজেপি কতটা উদাসীন। সেই ছবি ধরা পরল রবিবারের এসএসসি পরীক্ষায়। প্রয়াগরাজ (Prayagraj) থেকে আসা মহিলা পরীক্ষার্থীরা জানালেন শনিবারই তাঁরা রাজ্যে এসেছেন এসএসসি পরীক্ষায় যোগ দিতে। বাংলার প্রশাসন যেভাবে স্বচ্ছ এবং সহজ নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেছে তাতে বিজেপির রাজ্যগুলি থেকেও পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষা দিতে আসা কতটা সহজ, সেটাই প্রমাণ করে দিল রবিবার এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলির বাইরের ছবি।

spot_img

Related articles

সুপার কাপের দিন ঘোষণা, আইএসএল নিয়ে দিশাহীন ফেডারেশন

সুপার কাপ(Super Cup) শুরু হবে ২৫ শে অক্টোবর, চলবে ২২ শে নভেম্বর পর্যন্ত।সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) থেকে একটি বিবৃতি...

Sunday Feature: ভূতের বিয়ে! প্রথা আছে এদেশে, বিদেশেও

বাংলায় একটা প্রবাদ আছে, "পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়!" কথাটা তির্যকভাবে বলা ঠিকই কিন্তু আত্মাদের নিয়ে বিভিন্ন...

কৃষ্ণনগর ছাত্রী খুন: সাতদিন পালিয়েও অবশেষে পুলিশের জালে দেশরাজের বাবা

বিএসএফ-এর সহযোগিতায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেও লাভ হল না। অবশেষে রাজ্য পুলিশের জালে নদিয়ায় কলেজ ছাত্রী খুনে অভিযুক্ত...

বোধনের আগেই বিষাদের সুর, কেন বাড়িতে দুর্গা পুজো আয়োজন করছেন না মেহতাব?

মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই সূচনা দুর্গা পুজোর(Durga Puja)। কিন্তু বোধনের আগেই বিষাদের সুর মেহতাব হোসেনের (Mehetab Hossian)...