Monday, December 8, 2025

রাজ্যের ৬৩৬ পরীক্ষাকেন্দ্রে নির্বিঘ্নে শেষ SSC নিয়োগ পরীক্ষা, আশায় চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

কড়া পুলিশি নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রের বাইরে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে টান টান উত্তেজনা। বাইরে উদ্বিগ্ন অভিভাবক, পরিজনদের ভিড়। তারই মধ্যে রবিবার নির্বিঘ্নে শেষ হল এসএসসি নবম-দশম (SSC IX-X) নিয়োগ পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের (exam centre) বাইরে বেরিয়ে চাকরি নিয়ে আশার কথা শোনালেন নিয়োগপ্রার্থীরা। বিজেপি রাজ্যের পরীক্ষার্থীরাও পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বেলা দেড়টার সময় প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন চাকরিপ্রার্থীরা। প্রথমবার পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরের কার্বন কপি হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরিয়ে পরীক্ষার্থীরা জানান প্রশ্নপত্র তাঁদের জন্য সহজ ছিল। পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিলেও চাকরি পাওয়া সম্ভব। যাঁরা প্রথম পরীক্ষা দিয়েছেন তাঁরাও পরীক্ষায় চাকরি পাওয়ার ব্যাপারে আশার কথা শোনান।

রাজ্যের পরীক্ষার্থীদের পাশাপাশি এসএসসি নিয়োগ (SSC recruitment) পরীক্ষায় যোগ দিয়ে সন্তোষ প্রকাশ করেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ থেকে আসা পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল। তাঁরা সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থার মধ্যে খুব ভালো পরীক্ষাও দিয়েছেন।

আরও পড়ুন: জেলা থেকে শহর, রাজ্যজুড়ে নির্বিঘ্নে শুরু এসএসসি পরীক্ষা

রবিবারের নিয়োগের পরীক্ষায় যোগ দিয়েও রাজ্যের বদনাম করার অপচেষ্টা চালায় সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে বারবার সুপ্রিম কোর্টেই মামলা করে গিয়েছেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উসকানিতে রবিবারে নিয়োগ পরীক্ষা বন্ধ করতেই ব্যস্ত ছিলেন। যদিও এদিন সেই মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলরাও নিজেদের পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...