Friday, November 14, 2025

রাজ্যের ৬৩৬ পরীক্ষাকেন্দ্রে নির্বিঘ্নে শেষ SSC নিয়োগ পরীক্ষা, আশায় চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

কড়া পুলিশি নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রের বাইরে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে টান টান উত্তেজনা। বাইরে উদ্বিগ্ন অভিভাবক, পরিজনদের ভিড়। তারই মধ্যে রবিবার নির্বিঘ্নে শেষ হল এসএসসি নবম-দশম (SSC IX-X) নিয়োগ পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের (exam centre) বাইরে বেরিয়ে চাকরি নিয়ে আশার কথা শোনালেন নিয়োগপ্রার্থীরা। বিজেপি রাজ্যের পরীক্ষার্থীরাও পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বেলা দেড়টার সময় প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন চাকরিপ্রার্থীরা। প্রথমবার পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরের কার্বন কপি হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরিয়ে পরীক্ষার্থীরা জানান প্রশ্নপত্র তাঁদের জন্য সহজ ছিল। পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিলেও চাকরি পাওয়া সম্ভব। যাঁরা প্রথম পরীক্ষা দিয়েছেন তাঁরাও পরীক্ষায় চাকরি পাওয়ার ব্যাপারে আশার কথা শোনান।

রাজ্যের পরীক্ষার্থীদের পাশাপাশি এসএসসি নিয়োগ (SSC recruitment) পরীক্ষায় যোগ দিয়ে সন্তোষ প্রকাশ করেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ থেকে আসা পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল। তাঁরা সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থার মধ্যে খুব ভালো পরীক্ষাও দিয়েছেন।

আরও পড়ুন: জেলা থেকে শহর, রাজ্যজুড়ে নির্বিঘ্নে শুরু এসএসসি পরীক্ষা

রবিবারের নিয়োগের পরীক্ষায় যোগ দিয়েও রাজ্যের বদনাম করার অপচেষ্টা চালায় সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে বারবার সুপ্রিম কোর্টেই মামলা করে গিয়েছেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উসকানিতে রবিবারে নিয়োগ পরীক্ষা বন্ধ করতেই ব্যস্ত ছিলেন। যদিও এদিন সেই মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলরাও নিজেদের পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

spot_img

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...