Friday, November 14, 2025

জুঁই ফুল লাগিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে লক্ষাধিক টাকা জরিমানা ভারতীয় অভিনেত্রীর!

Date:

দক্ষিণ ভারতে মহিলাদের সাজ মানেই জুঁই বা বেল ফুল। এই সাজ তাঁদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু পৃথিবীর সব জায়গায় এই ফুল যে একেবারেই গ্রহণযোগ্য নয় সেই কথা হাড়ে হাড়ে টের পেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার (Navya Nair)। জুঁই ফুল নিয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে তাঁকে ১.১৪ লক্ষ টাকা জরিমানা দিতে হল। কিছুদিন আগেই ভিক্টোরিয়ার মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ওনাম’ উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন নব্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের গাজরা বা মালা বেরোয় তাঁর ব্যাগ থেকে। সেই অপরাধে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১.১৪ লক্ষ টাকা) জরিমানা করে।

এরপর নব্যা নিজেই এই ঘটনার কথা শোনান। তিনি বলেন, তিনি আসার আগে বাবা তাঁকে জুঁই ফুল এনে দিয়েছিলেন। সেটিকে দু’ভাগ করে দিয়েছিলেন। একটা তিনি কোচি থেকে সিঙ্গাপুর ফ্লাইটে চুলে লাগিয়ে নেন। কারণ, পৌঁছনোর আগেই সেটা শুকিয়ে যেত। দ্বিতীয় অংশটা ব্যাগে রেখেছিলেন সিঙ্গাপুর থেকে যাত্রার সময় আবার ব্যবহার করার জন্য। তিনি সেটাই হ্যান্ড ব্যাগে রেখেছিলেন। তিনি একটু দুঃখের সাথেই বলেন, তিনি জানতেন না এটা আইনবিরুদ্ধ। ভুলটা হয়েছে অজান্তে। কিন্তু আইন কোনরকম অজুহাত মানে না। কর্মকর্তারা জানালেন, ২৮ দিনের মধ্যে এই জরিমানা মেটাতে হবে। ইচ্ছে করে নয়, ভুল করেছিলেন কিন্তু ভুল তো ভুলই হয়।

তবে ক্ষতিপূরণ এর ঝামেলা মাথায় থাকলেও উৎসবের আনন্দ চুটিয়ে করেছেন তিনি। ইনস্টাগ্রামে তিনি ওনাম উদযাপনের রিল শেয়ার করেছেন। দু’দিন আগে মেলবোর্ন যাওয়ার বিমানে বসে সেই জুঁই ফুল পরা পরে ছবি পোস্ট করেছিলেন নব্যা। লিখেছিলেন, ‘শুভ ওনাম। প্রথমবার প্লেনে তিরুওনম উদযাপন করছি! তবে নিজের মাটি, নিজের জায়গাকে খুব মিস করছি, তবে ওনামের আবেগ নিয়ে চলা আলাদা আনন্দ। সেই সঙ্গে কাজের ডাক পেয়েছি সেটাও অন্যরকম আনন্দ।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version