ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন বাংলার নবীন পরিচালক অনুপর্ণা রায়। ‘সঙ্গস অফ ফর্গটেন ট্রিস’ (Songs of Forgotten Trees) বানাতে যে নাছোড়বান্দা মনোভাব দেখিয়েছিলেন পরিচালক অনুপর্ণা (Anuparna Roy), তার প্রশংসা করেছিলেন তাঁর ফিচার ফিল্মের প্রযোজকও। এবার তাঁর সাফল্যে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় বাংলার পরিচালকের সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, অনুপর্ণা (Anuparna Roy) বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে (Venice Film Festival) তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।

আরও পড়ুন: ৮২-তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলা -বাঙালির জয়জয়কার, সেরা পরিচালক অনুপর্ণা

বাংলার পশ্চিমের জেলা পুরুলিয়া থেকে যে নতুন ইতিহাস গোটা দেশের জন্য রচনা করলেন অনুপর্ণা, সেই সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরো উজ্জ্বল করুন।

–

–

–
–
–

–