সিনারকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন (US Open) জিতেছেন কার্লোস আলকারাজ (Carlos Alcara) । আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেগা ফাইনালে উপস্থিত ছিলেন । আলকারাজের জয়ে খুশি হননি ট্রাম্প! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়া।

জল্পনা ছিল সিনার (Jannik Sinner) বনাম আলকারাজ ম্যাচ দেখতে আসবেন ট্রাম্প। তাঁর আগমনের জন্য কড়া নিরাপত্তার আয়োজন করা হয়। খেলা নির্ধারিত সময়ের থেকে কিছুটা পরে শুরু হয়। সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হন স্প্যানিশ তরুণ। আলকারাজের জয়ের পর গোটা স্টেডিয়াম যখন উঠে দাঁড়িয়ে করতালি দিচ্ছে তখন ট্রাম্পকে দেখা গেল বেজার মুখে দাঁড়িয়ে থাকতে।
এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন আলকারাজের জয়ে খুশি হননি ট্রাম্প? নাকি ফাইনাল খেলা পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্টের? ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে চলা লড়াইয়ে শেষ হাসি হেসেছেন আলকারাজ। তিনি যে নাদালের উত্তরসূরি সেটা ক্রমশ প্রমাণ করছেন। কিন্তু ট্রাম্পের মন ভরাতে পারলেন না আলকারাজের সুন্দর টেনিসও!

মার্কিন প্রেসিডেন্টের মুখে হাসি নেই। এমনকী করতালি দিতেও দেখা গেল না তাঁকে। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রতিক্রিয়া দেখে তো হতবাক নেটদুনিয়া । সমাজ মাধ্যমে একজন লিখেছেন , ‘ট্রাম্প হয়তো খুশি নন। তিনি বোধহয় চেয়েছিলেন সিনার জিতুক।’ এমনকি ফাইনাল ম্যাচ দেখতে এসে তাঁকে টিটকিরিও শুনতে হল। তাঁর জন্য ফাইনাল ম্যাচ দেরিতে শুরু হওয়ায় বিরক্ত হন দর্শকরা।

আরও পড়ুন:সিনারের বিরুদ্ধে দাপুটে জয়, ট্রাম্পের সামনে নয়া রেকর্ড গড়লেন আলকারাজ

এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সিনার- আলকারাজ দ্বৈরথ দেখল টেনিস বিশ্ব।নাদালের শিষ্য দু’বার ইউএস ওপেনের সঙ্গে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনও জিতেছেন দু’বার করে।

–

–
–
–

–