Sunday, November 16, 2025

Raghu Dakat: টিকিট কেটে ট্রেলার দেখা! অভিনব ঘোষণা দেবের 

Date:

পুজোয় বাংলার বুকে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আগমনের খবর নতুন নয়। তবে কীভাবে তাকে দর্শকের আগ্রহের কারণ করে তুলছেন মেগাস্টার দেব (Dev) সেটা নিয়েই আলোচনা। এই যেমন মালদহে নতুন গানের লঞ্চ, রায়গঞ্জে খোলা আকাশের নীচে প্রমোশনের পর এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) মহালয়ার প্রাক্কালে মেগা কনসার্ট। আগামী ২০ সেপ্টেম্বর ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) সিনেমার ট্রেলার লঞ্চ হবে সেখানেই। অনেকটা ‘ধূমকেতু’ (Dhumketu) কায়দায় সবটা আয়োজন করা হলেও এবারে দেবের (Dev) ছবির ট্রেলার দেখতে টিকিট কাটতে হবে দর্শকদের! ঘোষণা করেছেন স্বয়ং মেগাস্টার।

 

এ তো বড়ই ব্যতিক্রমী ব্যাপার। মানে সিনেমা দেখতে টিকিট কাটা না হয় নিয়ম কিন্তু ট্রেলার দেখতে হলেও পকেট খসবে? আসল গল্পটা ওখানেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র ট্রেলার লঞ্চ নয় বরং মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে যেখানে দেবের (Dev) বিভিন্ন সিনেমার গানে পারফরমেন্স হবে শিল্পীদের। আর এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে হলে ন্যূনতম ৪৯ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। প্রযোজক অভিনেতা জানিয়েছেন, এই টাকা তুলে দেওয়া হবে টেকনিশিয়ানদের হাতে যাঁরা চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করে চলেছেন রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। তাই SVF এর কর্ণধার শ্রীকান্ত মোহতা ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Venchers) ঠিক করেছে সিনেমার নেপথ্যে থাকা, প্রচারের আড়ালে থাকা টেকনিশিয়ানদের পাশে থাকতে, তাঁদের ভালো রাখতে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে সেটা পুরোটাই টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টকে (Technician Welfare Trust) দেওয়া হবে। প্রিয় অভিনেতার উদ্যোগের প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ কেউ বলছেন, কথায় নয় বরং কাজের মাধ্যমে দেব (Dev) বুঝিয়ে দিচ্ছেন তিনি বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার এরমধ্যে অভিনেতার ‘বিজনেস মাইন্ড’ খুঁজে পেয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version