আকাশজুড়ে বিরল দৃশ্য। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ঘিরে রাতভর তৎপর বিজ্ঞানীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সীতাপুরে অবস্থিত আয়োনোসফেরিক অ্যান্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারভেটরি-তে বসানো হয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় ২৪ ইঞ্চি টেলিস্কোপ। সেখান থেকেই চলছে নজরদারি।

কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এর শাখা এই কেন্দ্রেই অধ্যাপক সন্দীপ চক্রবর্তী, দেবাশীষ ভৌমিক, কুলদীপ বেলোয়াল, মহিত বিস্ট এবং সুব্রত গুড়াই রাতভর চোখ রাখেন চাঁদের দিকে। প্রতিটি মুহূর্তের ছবি সরাসরি আপলোড হচ্ছে কম্পিউটারে।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর অধ্যাপক সন্দীপ চক্রবর্তী বলেন, ‘‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এক বিরল মহাজাগতিক ঘটনা। ২০১৮ সালের ৩১ জানুয়ারির পর আবারও ঘটল। সূর্যের আলো পৃথিবীতে পড়ে, আর পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় চাঁদ। আমি চাই, এই বিরল দৃশ্যটা সবাই উপভোগ করুন।’’ গ্রহণ দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। বিরল দৃশ্যের সাক্ষী থেকে উচ্ছ্বসিত তাঁরা।

আরও পড়ুন – সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯১তম জন্মদিনে ছোটদের পুজো-উপহার ভাষানগরের

_

_

_
_
_

_
_