বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে আধার অন্তর্ভুক্তি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শুনানিতে শীর্ষ আদালত জানায় আধার কার্ড (Adhaar Card)কখনই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। সেক্ষেত্রে দ্বাদশতম প্রামাণ্য নথি হিসেবে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্যই প্রযোজ্য।

এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ নিয়ে বলে,”পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটারেরা। আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে।” এতদিন পর্যন্ত প্রামাণ্য নথি হিসাবে ১১টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। এবার ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম আদালত আরও জানিয়েছে যে, আধার কার্ড ভুয়ো না আসল, তা যাচাই করতে পারবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে যে যে নিয়ম মানা হয় এক্ষেত্রেও তা প্রযোজ্য থাকবে।

–

–

–

–

–
–
–

–
–
–