মঙ্গলে উপরাষ্ট্রপতি নির্বাচন: থাকবেন তৃণমূলের ৪১ সাংসদ, সোমে সংসদে মক পোল

Date:

Share post:

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের জোট শিবিরের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ভোট দিতে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার মোট ৪১ সাংসদ মঙ্গলবার সংসদ ভবনে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। তৃণমূলের ২ লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়কে অসুস্থ অবস্থাতেও দিল্লিতে নিয়ে আসা হয়েছে। সোমবার সাংসদদের শাসক-বিরোধী ২ পক্ষকে নিয়ে মক পোলের আয়োজন করা হয়।

যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ সেই কারণেই মঙ্গলবার ভোট দেওয়া নিশ্চিত করতে তৃণমূলের ২ লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়কে অসুস্থ অবস্থাতেও দিল্লিতে নিয়ে আসা হয়েছে। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের বিপরীতে ইন্ডিয়া শিবিরের প্রার্থী সুদর্শন রেড্ডি-কে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরাজনৈতিক কোনও ব্যক্তিকে প্রার্থী করার বিষয় নিজের ভাবনার কথা তুলে ধরেছিলেন। সেই সূত্রেই বেছে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিকে। বিরোধী শিবিরের প্রার্থী সুদর্শন রেড্ডি তাঁর মনোনয়নের পর থেকেই বিভিন্ন রাজ্যে ঘুরে জোরদার প্রচার চালিয়েছেন। তাঁর প্রচারকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এবারের নির্বাচনে অন্তত ৩২৪টি ভোট পেতে পারেন বিরোধীদের প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি। অন্যদিকে এনডিএ প্রার্থীর ভোট পাওয়ার কথা ৪৩৯। ৪ জন অনুপস্থিত থাকতে পারেন। ১৪টি নোটার মধ্যে বিজেডি ৭, বিএসপি ১, নির্দল ৩ জন হরে পারেন, এমনই সুত্রের দাবি।এনডিএ এবং ইন্ডিয়া শিবিরের প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য ১২৫টি হতে পারে সূত্রের খবর। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীর নির্বাচনী এজেন্ট হতে পারেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং দুই কংগ্রেস সাংসদ মণিকম টেগোর, নাসির হুসেনকে। সূত্রের দাবি, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকতে পারে বিআরএস।

এবার যে অনায়াসে জয় আসবে না- শুরুতেই তা বুঝতে পেরেছে সরকার পক্ষ। ইন্ডিয়া জোটকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দেখিয়েছে যা সরকারের চিন্তার কারণ। সেক্ষেত্রে ভুল ভোটিং রুখতে সোমবার সাংসদদের শাসক-বিরোধী ২ পক্ষকে নিয়ে মক পোলের আয়োজন করা হয়। এদিন সংসদ ভবনের সেন্ট্রাল হলে মক পোলের মাধ্যমে নবাগত এবং পুরনো সাংসদদের হাতে কলমে ভোট দানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিন তৃণমূল-সহ বিরোধী শিবিরের অন্যান্য সাংসদরাও উপস্থিত ছিলেন। তৃণমূলের লোকসভার উপ-দলনেতা শতাব্দী রায় মক পোল বিষয়ে দলীয় সাংসদদের ব্যখা দেন।

আরও পড়ুন: SIR মামলায় প্রামাণ্য নথি হিসাবে আধার অন্তর্ভুক্তির নির্দেশ শীর্ষ আদালতের!

এদিনের মক পোল নিয়ে তৃণমূলের লোকসভার নবাগত সাংসদ বাপি হালদার বলেন, ১৫ মিনিট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেমো ব্যালটের মাধ্যমে ভোট দিতে শেখানো হয়েছে। কিভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রার্থীর মধ্যে সঠিকভাবে নিজেদের প্রার্থীকে চিহ্নিত করতে হবে তা দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অনুভূতিই আলাদা বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ বাপি হালদার।

spot_img

Related articles

‘নতুন’ নেপালে নেতৃত্বে কে? প্রশ্নের মাঝেই সুযোগ খুঁজছেন রাজা জ্ঞানেন্দ্র!

একদল যুব সমাজের বিক্ষোভ মাত্র দুদিনে বদলে দিল নেপালের রাজনৈতিক চিত্র। তবে দেশের গোটা যুব সমাজকে একজোট করে...

নেপালের অশান্তির জেরে সমস্যা পড়বেন পর্বতারোহীরা, আশঙ্কায় পিয়ালি বসাক

সন্দীপ সুর গণবিক্ষোভে উত্তাল নেপাল(Nepal)। হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ আট-আটটি উচ্চতম পর্বত রয়েছে এই...

নেপালের অস্থিরতার উত্তাপ পর্যটনে, মাথায় হাত ব্যবসায়ীদের

পুজোর ছুটিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে ভালবাসেন অনেকেই। আর নেপাল (Nepal) তো সব সময়ই বাঙালির প্রিয় ডেস্টিনেশন। হিমাচল...

বিক্ষোভের আগুনে পুড়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী, রক্তাক্ত শের বাহাদুর দেউবা

বামপন্থী শাসনের বিরুদ্ধে সবরকম প্রতিরোধের ডাক দিয়েছিল নেপালের জেন জি। সেই বিক্ষোভ শেষপর্যন্ত এতটাই রক্তাক্ত হয় মঙ্গলবার দিনভর,...