Wednesday, November 12, 2025

সিনারের বিরুদ্ধে দাপুটে জয়, ট্রাম্পের সামনে নয়া রেকর্ড গড়লেন আলকারাজ

Date:

ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। চার সেটের লড়াইয়ে সিনারকে (Jannik Sinner) হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। ম্যাচের ফল ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪। ২০২২ সালের পর দ্বিতীয় বার যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন আলকারাজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন স্টেডিয়ামে। তাঁর জন্য বাড়তি নিরপত্তার কারণে ম্যাচ শুরু করতে কিছুক্ষণ দেরি হল, কিন্তু ম্যাচের শুরু থেকেই আলকারাজের দাপট। যেন জয়ের লক্ষ্য স্থির করেই কোর্টে নেমেছিলেন স্প্যানিশ তরুণ। এই ম্যাচে তাঁর খেলা দেখে মনে হল, নিজের সেরা ফিটনেসে নেই সিনার। চতুর্থ সেট যখন শুরু হচ্ছে, তখনও সমান চনমনে নাদালের ছাত্র। আসলে মানসিকতায় অনেক এগিয়ে ছিলেন আলকারাজ।

টস জিতেও প্রথমে সিনারকে সার্ভিস করার আমন্ত্রণ আলকারাজ। পরিকল্পনা কাজেও লাগাতে থাকেন প্রথম থেকেই। প্রথম গেমেই সিনারের সার্ভিস ভেঙে দেন তিনি। সেই শুরু এরপর ম্যাচের সময় যত এগিয়েছে ততই আধিপত্য বিস্তার করেছেন।

প্রথম সেটে অনায়াস জয় তুললেন, কিন্তু দ্বিতীয় সেটে খেলায় ফিরলেন সিনার। ৬-৩ জিতে সমতা ফেরালেন। কিন্তু তৃতীয় সেট থেকে একেবারেই ছন্দহীন সিনার। চতুর্থ সেটেও একই ছবি। আরও এক বার সিনারের সার্ভিস ভাঙলেন আলকারাজ।

এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ‘সিন-কারাজ’ দ্বৈরথ দেখল টেনিসবিশ্ব। তবে, ইউএস ওপেনে সমস্ত দিক থেকে প্রতিপক্ষ সিনারকে টেক্কা দিলেন আলকারাজ।। দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে মাত্র ২২ বছর বয়সে ছ-ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নজির গড়লেন এই স্প্যানিশ তারকা। তালিকায় প্রথম স্থানে বিয়র্ন বোর্গ। নাদালের ছাত্র দু’বার ইউএস ওপেনের সঙ্গে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনও জিতেছেন দু’বার করে।

আরও পড়ুন: সিনার-আলকারাজ দ্বৈরথ, ইউএস ওপেনের ফাইনালে চর্চায় ট্রাম্প

খেতাব জয়ের পর আলকারাজ বলেন, আমাদের এই দ্বৈরথ দু’জনকেই আরও ভালো খেলোয়াড় হতে সহযোগিতা করেছে। তোমার সঙ্গে অনেক সুখ স্মৃতি আছে। তুমি আমার পরিবারের মতোই প্রিয়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version