কী কাণ্ড! বিজেপির ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশেই বিজেপি সাংসদের বোনকে অত্যাচার। আগেও বারবার অভিযোগ উঠেছে উত্তর প্রদেশে নারী নিরাপত্তা নেই। এবার সে রাজ্যের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের (Mukesh Rajpur, MP) বোনকে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি রাণি অবন্তীবাই নগরের।

নির্যাতনের একটি ভিডিও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা ডিজিটাল) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাকে তাঁর শ্বশুর তাঁকে লাঠি দিয়ে মারছেন। মুকেশ রাজপুতের (Mukesh Rajput) বোন রিনা রাজপুত থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা অনেকদিন ধরেই তাঁকে নির্যাতন করছেন। শুধু তাই নয়, তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও করেছেন। ১৭ বছর আগে রিনার বিয়ে হয়েছিল।

রিনার আরও ভয়ঙ্কর অভিযোগ, স্নানের সময় তাঁর শ্বশুর ও দেওর লুকিয়ে ভিডিয়ো করেন। এর প্রতিবাদ করলে তাঁর শ্বশুর তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করেন। তিনি পালানোর চেষ্টা করলে তাঁর দেওর তাঁকে লোহার রড দিয়ে মারে।

আরও পড়ুন: এবার মামলা! ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যে চরিত্রায়ন, আদালতে গোপাল পাঁঠার পরিবার

রিনার দুই মেয়েও আছে। রিনার উপর অত্যাচারের প্রতিবাদ করলে মেয়েদেরকেও মারধর করা হত। পুলিশ জানিয়েছে, মামলা দায়ের হয়েছে, শুরু হয়েছে তদন্ত।

–

–
–
–

–