বিশ্বে একের পর এক দেশ জ্বলছে বিভিন্ন ইস্যুতে। নেপালের পর এবার ফ্রান্স। বুধবার সকাল থেকেই বিক্ষোভের আগুন ছড়িয়েছে প্যারিস-সহ দেশের বিভিন্ন শহরে। কেন সেদেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কেন সেবাস্তিয়ান লেকর্নুরকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন? আন্দোলনকারীদের ঠেকাতে রাস্তায় নেমেছে পুলিশ। কাঁদানে গ্যাস-লাঠিচার্জ করছে পুলিশ।

১০ সেপ্টেম্বর ব্লক এভরিথিং আন্দোলন শুরু হয় গোটা ফ্রান্সজুড়ে। এর প্রধানও কারণ হল নতুন প্রধানমন্ত্রী। বহু রাস্তা অবরোধ, পথে নেমে বিক্ষোভ দেখানো হয়। জনতা-পুলিশ সংঘর্ষ চরমে। এখনও পর্যন্ত ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদীদের আটকাতে ব্যারিকেড দেওয়া হয় রাস্তার বিভিন্ন জায়গায়। সামাজিক অসন্তোষ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক উদ্বেগ, ঐক্যহীন ক্ষমতা- একাধিক বিষয় নিয়ে সরকারবিরোধী সংঘাত চরমে।

এদিনই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন করছেন সেবাস্তিয়ান লেকর্নুর। বিক্ষুব্ধ জনতার দাবি, প্রেসিডেন্ট ম্যাক্রোর অদক্ষতার কারণেই দেশে বারবার প্রধানমন্ত্রী বদল হচ্ছে। বিগত ১২ মাসে ৪ বার প্রধানমন্ত্রী বদল হয়েছে ফ্রান্সে। ৯ সেপ্টেম্বর আয়কর কাটছাঁটে একটি বাজেট প্রস্তাব পাশ করাতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। এরপরই আস্থাভোটে হেরে গিয়ে তিনি প্রধানমন্ত্রী পদ হারান।

আরও পড়ুন- ৭২০ পৃষ্ঠায় ১১৭ লেখক, মোস্তাক হোসেনের বৈচিত্র্যময় জীবনের অসাধারণ ছবি

_

_

_

_

_

_
_