Tuesday, December 16, 2025

নেপালের ঘটনা থেকে পৃথিবীর সমস্ত কমিউনিস্টদের শিক্ষা নেওয়া উচিৎ: কাদের বার্তা তন্ময়ের!

Date:

নেপালে কমিউনিস্ট ও কংগ্রেস জোট সরকারের পতন। সেই ঘটনার প্রেক্ষিতে পৃথিবীর সব কমিউনিস্টদের বার্তা দিলেন সিপিআইএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। ‘বিশ্ববাংলা সংবাদ’কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষের অধিকার কেড়ে নিলে কী হতে পারে, নেপালের ঘটনা তার জলজ্যন্ত প্রমাণ।

তন্ময়ের মতে, ওলি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভের প্রকাশ হয়েছে স্যোশাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করার পরে। জনরোষের ভয়ে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই অবস্থা নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রীর হয়েছে মানুষের মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া জন্য। অধিকার কেড়ে নিলে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই- সেটা নেপালে হোক বা পৃথিবীর অন্য কোথাও।

বামনেতার কথায়, মানুষের অধিকার কেড়ে নেওয়া কমিউনিস্ট পার্টির কাজ নয়। কমিউনিস্ট সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। তারা মানুষকে সহায়তা দেয়।

এর পরেই সরাসরি ওলি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তন্ময় (Tanmoy Bhattacharya) প্রশ্ন তোলেন, নেপালের কমিউনিস্ট বলে যারা পরিচয় দিয়েছে, তারা আদৌ বামপন্থায় বিশ্বাসী? লাল পতাকা নিয়ে তাতে কমিউনিস্ট পার্টির চিহ্ন আঁকলে, আর মার্কসবাদ-লেনিনবাদ বললেই কমিউনিস্ট দল হওয়া যায় না। সিপিআইএম নেতার কথায়, আমরা কমিউনিস্ট পার্টিতে অনেক বিভাজন দেখেছি। কিন্তু নেপালের এই কমিউনিস্ট পার্টি দুর্নীতিগ্রস্ত। তারা দলের আদর্শ থেকে বিচ্ছুত। পৃথিবীর সমস্ত কমিউনিস্টদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিৎ- মত তন্ময়ের। এই বার্তা তিনি কাকে উদ্দেশ করে দিলেন, তা অবশ্য স্পষ্ট নয়।

Related articles

যুবভারতী কাণ্ডে প্রাথমিক রিপোর্ট পেশ, ‘সিট’ গঠন করে তদন্তের সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতির

যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Stadium Incident) মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় তার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৪

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ...

থ্রিলারের মুখোশে সমাজের অস্বস্তিকর আয়না দেখাল আতিউল ইসলামের ‘দানব’

বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার...

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...
Exit mobile version