Wednesday, November 5, 2025

বাংলাকে বাংলাই চালাবে, দিল্লি নয়: হুঙ্কার মমতার

Date:

ফের কেন্দ্রের বিজেপি সরকারের আগ্রাসন ও বঞ্চনার বিরুদ্ধে তীব্র হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, জলপাইগুড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মমতা বলেন, বাংলাকে বাংলাই চালাবে। তিনি বলেন, এক ইঞ্চি জমিও বিজেপিকে (BJP) ছাড়বেন না সেটা বুঝিয়ে দেন মমতা।

বিজেপিশাসিত রাজ্যে আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। তাঁদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন, সেই প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে ধুয়ে দেন মমতা। বাংলার অস্মিতা মনে করিয়ে বিজেপি তীব্র কটাক্ষ করে বলেন, “বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে। আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।” মমতা বলেন, “ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন।“ 

কেন্দ্রের প্রকল্পের সঙ্গে বাংলার রাজ্য সরকারি প্রকল্পের তুলনা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আয়ুষ্মান ভারতে ভেদাভেদ করে। কিন্তু স্বাস্থ্যসাথীতে ভেদাভেদ নেই। সবাই পায়।” এরপরই হুঙ্কার দিলে মুখ্যমন্ত্রী বলেন, “কী অপরাধ বাংলার? বাংলাকে কন্ট্রোল হবে না।বাংলাই বাংলা চালাবে। দিল্লী নয়।”

দেশের নেতা কেমন হয়, বলতে গিয়ে গান্ধীজি, নেতাজি, রবি ঠাকুর, ক্ষুদিরামের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “দেশের নেতা সেই হবে যে দেশ বোঝে। যে জাতপাতে ভাগ করে সে দেশের নেতা না। আমরা হার মানব না। মাথা নত করব না।”

Related articles

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...
Exit mobile version